সব আন্দোলনকারীদের জামিন

banner

#Pravati Sangbad Digital Desk :

তৃণমূলকে বিপুল ভোটে হারানোর দিক থেকে অন্যতম নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামেই ১৪ বছর আগের মৃতদের ডেথ সার্টফিকেট না মেলায় জল্পনা তৈরি হলো নন্দীগ্রামে। ১০ নভেম্বর গুলি চলেছিল নন্দীগ্রামে মৃত ২ জন এবং নিখোঁজ ১২ জন কিন্তু ডেথ সার্টিফিকেট মিলল না মৃতদের। গত ১৪ বছর আগের মৃতদের বাড়ির লোকের সাথে কথা বলে জানা গেছে দীর্ঘদিন খোজ না মেলায় মৃত বলে ধরে নিয়ে স্রাদ্ধ শান্তির কাজ করা হলেও মেলেনি ডেথ সার্টফিকেট। এবং এই ডেথ সার্টিফিকেট না মেলায় হয়রানির স্বীকার হতে হচ্ছে নন্দীগ্রামকে। এছাড়াও বাকি মৃতের বাড়ির লোকেদের সাথে কথা বলে জানা গেছে ডেথ সার্টিফিকেট না মেলায় বাড়ির লোকেদের নানা ডকুমেন্ট তৈরি করতে বড় সমস্যার মুখে পড়তে হচ্ছে । এবং তারা আবেদন করেছে যাতে খুব তাড়াতাড়ি তাদের বাড়ির মৃত মানুষটির ডেথ সার্টিফিকেটটি যেন খুব তাড়াতাড়ি তাদের দেওয়া হয়। তবে দাবি উঠেছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলকে হারিয়ে নন্দীগ্রামে ভোটে জিতেছেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী কে টাইট দেওয়ার জন্যই মৃতদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, এই রাজনীতির চক্রে পড়ে মৃতদের বাড়ির লোকেরা কি মেলাতে পারবে তাদের প্রিয়জনদের ডেথ সার্টিফিকেট? এই নিয়ে যথেষ্ট চিন্তায় আছেন নিখোঁজদের বাড়ির লোক। তবে এও বলা হচ্ছে এই  বিষয়টি একেবারেই কাল্পনিক ডেথ সার্টিফিকেট দিতে যথেষ্ট সময় লাগে তাই এটি ইচ্ছে করে দেওয়া হচ্ছে না এমনটা নয়। ১০ই নভেম্বর সকালে নন্দীগ্রামে শহিদ দিবস উপলক্ষে সেই জায়গায় মালা দিয়ে সাজিয়ে শহিদ দিবস পালন করেন শুভেন্দু অধিকারী। কিন্তু তার মাল্য দানের আগে বিজেপির দেওয়া মালা সরিয়ে ধুয়ে ফেলেন সেই জায়গা, তবেই মালা দিয়ে তিনি উদযাপন করেন শহীদ দিবস। ১০ই নভেম্বর ২০০৭ সালটা অবশ্য আজ আর নেই পেরিয়ে গেছে ১৪টা বছর কিন্তু আজ সেই দিন ১০ই নভেম্বর। মৃত দুই। নিখোঁজ ১২ জন তবে নিখোঁজ দের বাড়ির লোকেরাও খোজ না মেলায় মৃত বলে ধরে নিয়েছেন কিন্তু ডেথ সার্টিফিকেট মিলল না আজও। ডেথ সার্টিফিকেট না মেলার ফলে পরিবারের তরফ থেকে নানান অভিযোগ উঠে আসছে পুলিশের তরফে। তবে নন্দীগ্রামে কুণাল ঘোষের অনুষ্ঠানে শুরু হলো চিৎকার। মঞ্চের সামনে পরিস্থিতি সামাল দিতে কখনো মঞ্চ থেকে আবার কখনো মঞ্চের বাইরে নেমে আস্তে হলো তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদককে। ১০ই নভেম্বর নন্দীগ্রামে শহীদ দিবস উপলক্ষে ওই অনুষ্ঠানে মঞ্চে কারা থাকবেন এবং থাকবেন না এই নিয়ে বিতর্ক শুরু হতে লাগলো তৃণমূলের একাংশ দের মধ্যএইভাবেই মাঝে মাঝেই বিশৃঙ্খলা শুরু হল ঐ অনুষ্ঠানে। তবে দেখা গেল কুনাল ঘোষ নিজেই কর্মীদের শান্ত করার চেষ্টা করছেন। তবে ১০ই নভেম্বর ২০২২ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে ও চিৎকার চেঁচামেচি শোনা গেছে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Joly Pramanick