টুইটার, মেটার পথে এবার হাঁটছে আমাজন, চাকরি যাবে বহু কর্মীর

banner

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের জন্য শিরোমামে উঠেছিল টুইটারে। এর পরপরই মেটা-র তরফে ১১ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছিল। আর এবার জানা গিয়েছে, অ্যামাজনের তরফে এই সপ্তাহে ১০ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে। এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র নিউ ইযর্ক টাইমস। জানা গিয়েছে, ছাঁটাই হতে চলা কর্মীদের বেশিরভাগই ই-কমার্স সংস্থার ডিভাইস ইউনিটের। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে অন্তত ১০ হাজার কর্মীর চাকরি যাচ্ছে আমাজনে। মূলত কর্পোরেট বিষয়ক এবং প্রযুক্তি বিভাগের কর্মীদের ছাঁটাই করতে চলেছে মার্কিন ধনকুবের জেফ বেজোসের সংস্থা। ডিভাইস ইউনিট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা এবং রিটেল ও মানব সম্পদ বিভাগেও চাকরি যাচ্ছে কর্মীদের। রিপোর্ট অনুযায়ী, ঠিক কত লোকের চাকরি যাচ্ছে তা এখনও নির্ধারিত নয়। কারণ হিসেবে জানা যাচ্ছে, গত কয়েকমাসে বেশ মন্দা দেখা দিয়েছে আমাজনের ব্যবসায়। সেই কারণেই লোকসান সামাল দিতেই এই সিদ্ধান্ত। যদিও এখনও পর্যন্ত সংস্থার তরফে কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, বিজনেস রিটেল ও হিউম্যান রিসোর্সের পাশাপাশি যন্ত্র তৈরি বিভাগ থেকে কর্মীদের ছাঁটাই করার ভাবনা রয়েছে ওই ই-কমার্স সংস্থার। এই প্রসঙ্গে সংবাদসংস্থা রয়টার্সের প্রশ্নের কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি আমাজন। গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাজনে প্রায় ১৬ লক্ষের মতো স্থায়ী এবং অস্থায়ী কর্মী রয়েছে। এই মূহূর্তে লোকসান এবং খরচ আটকাতে মার্কিন সংস্থাগুলির পথে হাঁটছে আমাজন। গত সপ্তাহে ফেসবুক প্যারেন্ট সংস্থা মেটা প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে। যা প্রায় তাদের ১৩ শতাংশ কর্মী সম্পদত প্রসঙ্গত, বিশ্বজুড়ে অ্যামাজনের সঙ্গে যুক্ত কর্মীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ। মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে যে সম্প্রতি একটি মাসিক রিভিউ করেছে অ্যামাজন। সেখানে তাঁরা জানিয়েছেন যে এমন কিছু ইউনিট আছে যা একেবারেই লাভজনক নয়। মূলত খুচরো ব্যবসার জায়গায়। তাই সেইসব ইউনিট থেকে কর্মী ছাঁটাই করে খরচ কমাতে চাইছে অ্যামাজন, এবং সেই প্রতিবেদনে আরও বলা হয়, করোনা মহামারীর সময় অ্যামাজন রেকর্ড লাভ করলেও করোনা পরবর্তী সময় অ্যামাজনের বৃদ্ধি খুব একটা ভালো হয়নি। উল্লেখ্য, শুধু আগামী কয়েকমাস নয়, আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গত বছর থেকেই নিয়োগে রাশ টেনেছিল।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Journalist Name : Sampriti Gole