বয়সের সঙ্গে ত্বকে পড়তে চলেছে বার্ধক্যের ছাপ ; জেনে নিন কিছু সাবধানতা !

banner

#Pravati Sangbad Digital Desk:

বয়স বাড়তে থাকে ধীরে ধীরে। যৌবনের জৌলুস কমে যেতে থাকে চেহারা থেকে। পড়তে থাকে বার্ধক্যের চাপ। বয়স যত বাড়তে শুরু করে ততই শরীরে সূক্ষ্ণ বলিরেখা দেখা দে বয়সের। তবে খানিকটা যত্নের সাহায্যে সেই সমস্যাকে দূরে রাখা যায়। কিন্তু অনেকেই ত্বকের যত্ন নিতে গিয়ে বেশি কিছু ভুল করে ফেলেন। ত্বকের জৌলুস বজায় রাখতে ভুল পণ্যের ব্যবহার শুরু করে ফেলেন অনেকে। ফলে ত্বকের উপকার কম হয়, উল্টে ক্ষতি হয় অনেক বেশি। বার্ধক্যজনিত ত্বকের সমস্যার ক্ষেত্রে সঠিক যত্নের খুব প্রয়োজন। দেখে নিন এমন কিছু তথ্য যা আপনাকে ত্বকের ক্ষেত্রে ভুল করার থেকে আটকাতে পারে -

১. ত্বক পরিষ্কার করার সময় তাড়াহুড়ো :

 বেশির ভাগ মহিলা খুব যত্ন নিয়ে মেক-আপ করেন। তবে বাড়ি ফিরে সেই মেকআপ তুলে ফেলার কথা ভুলে যান। কিন্তু মেক-আপ তুলে ফেললেও অনেকে মুখ পরিষ্কার করার কথা ভাবেন না। কেবল সাবান জল দিয়ে মুখ ধুয়ে ফেলেন। যা মুখের জন্য অত্যন্ত খারাপ। প্রাথমিকভাবে এতে মেকআপও উঠে গেলেও মুখ পরিষ্কার হয়না। সব সময়ই প্রথমে মেকআপ মুছে ফেলতে হয়, তারপর হালকা ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করতে হবে।

২. স্কিন কেয়ার পণ্যের ভুল ব্যাবহার :

 ত্বকের উপর এর বড় খারাপ প্রভাব পড়তে পারে। অনেকেই ত্বকের যত্নের জন্য দামি দামি পণ্য কিনে থাকেন। অনেকেরই ধারণা এইসব পণ্য আমাদের ত্বককে আরও পুষ্টি দেবে। ফলে ত্বক থাকবে জৌলুসপূর্ন। কিন্তু এই সব প্রসাধনী পণ্য সঠিক ভাবে ব্যাবহার না করলে ফল খারাপ হয়ে যেতে পারে। কেউ যদি ত্বকের যত্নের পণ্যগুলিকে সরাসরি সূর্যের আলোতে রাখেন, তবে ভিটামিন সি, রেটিনল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ইউভি ফিল্টারের মতো সক্রিয় উপাদানগুলিও ত্বকের উপর আর কোনও উপকারি প্রভাব ফেলতে পারে না। 


৩. গরম জলের ব্যবহার :

 মুখ ধোয়ার সময় অনেকেই গরম জল ব্যবহার করেন। ত্বকের পক্ষে এটি ভালো বলেই অনেকে মনে করেন। কিন্তু ত্বকে বার্ধক্যের ছাপ দেখা দিলে গরম জলে মুখ ধোওয়া একেবারেই ঠিক নয়। গরম জল ত্বককে আরও বেশি শুষ্ক করে দেয়। আর সে কারণেই ত্বক আরও বয়স্ক মনে হতে পারে। তাই স্বাভাবিক তাপমাত্রার জল ব্যবহার করাই ভালো। 

৪. একসঙ্গে অনেক জিনিসের ব্যবহার :

 ত্বকে বার্ধক্যের ছাপ দেখা দিলে অনেকেই তা দূর করতে চান। কিন্তু বাজারে বিক্রি হাওয়া প্রসাধনী পণ্য ব্যবহার করতে শুরু করলে ত্বকের জন্য তা খুব খারাপ। বার্ধক্যের ছাপ পড়তে শুরু করলে ত্বকের যত্নে নিয়মিত কিছু অ্যান্টিএজিং পণ্য যুক্ত করা যেতে পারে। 

ত্বকের যত্নের জন্য এই ভুলগুলি না করাই ভালো। এতে ত্বক ভালো থাকবে ও বার্ধক্যের ছাপ থেকে দূরে থাকবে। 

Journalist Name : পাপড়ি চক্রবর্তী

Related News