Flash News
    No Flash News Today..!!
Friday, December 19, 2025

আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন জানাতে পারেন তাঁর আইনজীবী

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

আজ আলিপুর আদালতে তোলা হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ আরও পাঁচ জনকে। উল্লেখ্য, তাঁদের আজ জেল হেফাজতের শেষ দিন, তাঁদের আইনজীবীরা জামিন চাইতে পারেন এই সম্ভাবনায় প্রবল হচ্ছে। তবে অন্যদিকে জামিনের বিরোধিতা করে আদালতে আবেদন জানাতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আজ সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ, সুবিরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের। আলিপুর আদালতের লকাপে রয়েছেন তাঁরা, দুপুরের দিকে শুনানির সময় তাঁদের নিয়ে যাওয়া হবে এজলাসে। উল্লেখ্য, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন একের পর এক হেভিয়েট ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের নাম সবার প্রথমে। প্রভাবশালী তকমা খতিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া, বেনামী সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেই নিয়ে ইতিমধ্যেই আলিপুর আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। ঠিক সেই কারণেই এবার নতুন করে জামিনের আবেদন করতে চাই অভিযুক্তদের আইনজীবীরা।আইনজীবীদের যুক্তি, সিবিআই ইতিমধ্যেই আদালতে চার্জশিট জমা করেছে, অর্থাৎ তাঁদের নতুন করে কিছু তদন্ত করার নেই। সেই কারণে এবার জামিনের প্রয়োজন। অন্যদিকে অভিযুক্তদের জামিনের বিরোধিতা করতে প্রস্তুত সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীদের মতে, অভিযুক্তদের এই মুহূর্তে জামিন দেওয়া হলে তা তদন্তের ক্ষতি করবে। সাক্ষীদের প্রভাবিত করতে পারে। সেই সাথে প্রমাণ লোপাটের তত্ত্বকে যে খারিজ করে দিচ্ছেন না একেবারেই সেটাও বলা যায়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News