ফুটবলারদের জন্য কোটি টাকার গাড়ি, কোন দেশ দিচ্ছে এই উপহার

banner

#Pravati Sangbad Digital Desk :

অপেক্ষা করেছে রোলস রয়েজ। কাদের জন্য জানেন ? অপেক্ষা কীছে ১১ জন সৌদি ফুটবলারের জন্য। গত সপ্তাহে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে সৌদি আরব। সেই ম্যাচের পর থেকে রিয়াধে এখনও চলছে তার রেশ। ম্যাচ জয়ের পরেই ওই ম্যাচে খেলা সৌদি ফুটবলারদের রোলস রয়েজ দেওয়ার কথা ঘোষণা করেছেন সৌদির রাজা বিন সলমন। রাজবাড়ির খবর, বিশ্বকাপ শেষ হল ফুটবলারদের এই গিফট দেওয়া হবে। সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয় সে দেশে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন অনেকে। গাড়ির জানালায় ছিল সৌদির পতাকা। বাজি পুড়িয়ে, নাচে-গানে উল্লাস করতে দেখা গেছে অনেককে। রাস্তায় উপচে পড়া ভিড় জানান দিয়েছে, আর্জেন্টিনার মতো দলকে হারানোর গুরুত্ব তাদের কাছে ঠিক কতটা। আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচে খেলা প্রত্যেক ফুটবলারকে উপহার দেবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রত্যেককে রোলস রয়েস ফ্যান্টম গাড়ি দেওয়া হবে। ম্যাচ জেতার কৃতিত্ব দলের কোচ হার্ভে রেনার্ডকে দিয়েছেন ফুটবলাররা। সৌদির মিডফিল্ডার আবদুলেলা আল-মালকি বলেছেন, ম্যাচের আগে কোচ আমাদের সবাইকে ডেকে বলেছিলেন দেশের জন্য নিজেদের ২০০ শতাংশ দিতে।

কীভাবে আমরা এতটা পথ পেরিয়ে এসেছি সেই গল্প আমাদের বলেন কোচ। সেসব কথা শুনতে শুনতে কেঁদে ফেলেছিলাম আমরা। বাড়তি তাগিদ পেয়েছিলাম। এদিকে শনিবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে নামছে সৌদি আরব। নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে আটকে গিয়েছিল পোল্যান্ড। সেরকম কিছু করতে পারেনি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেওয়ানদস্কি। আজ সৌদি বিশ্বাস করছে আর্জেন্টিনার বিরুদ্ধে জয় তাদের কাছে একটা বিরাট অক্সিজেন। আর এবার বিশ্বকাপে যেভাবে চমক দেখাচ্ছে এশিয়ার দলগুলো, তাতে আজ বিকেলে পোল্যান্ডকে সৌদি হারাতে পারবে না এমনটা বিশ্বাস করতে রাজি নন ফুটবলাররা। শুধু রলস রয়েস গাড়ি নয়, বিশ্বকাপে এগোতে পারলে প্রত্যেক ফুটবলারের জন্য আরও বড় উপহার অপেক্ষা করে আছে জানিয়ে দিয়েছে সে দেশের রাজার ঘনিষ্ঠরা। তাই শক্তিশালী পোল্যান্ডের বিরুদ্ধে ও মাঠে নামার আগে নিজেদের হীনমন্যতায় ভুগতে রাজি নয় গ্রিন ফ্যালকনরা।

Journalist Name : Sampriti Gole

Related News