ব্লাড ব্যাংকে মিলছে না রক্ত

banner

#Pravati Sangbad Digital Desk:

বিভিন্ন রক্তদান শিবিরে আমরা রক্ত দিয়ে থাকি বিনা পয়সায়। কিন্তু প্রয়োজন পড়লে কি আমরা সেই রক্তই বিনা পয়সায় পাই? না প্রয়োজন পরলে রক্ত পয়সা দিয়ে কিনতে হয়। আবার অনেক সময় টাকা দিয়েও রক্তের জুড়ি মেলা ভার কারণ রক্ত পাওয়া গেলেও হয়তো একই গ্রুপের রক্ত পাওয়া দুষ্কর হয়ে পড়ে। অনেক সময় চলে দালালদের কার্যকলাপ। টাকা দেবে এবং রক্ত পাবে অনেক সময় অধিক টাকা দিতে রক্ত কেনার জন্য। অনেক সময় ধরতে হয় দালালদের হাত। কাছের মানুষদের অসুস্থতার সময় টাকা নয় রক্তটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমনই এক ঘটনা ঘটলো কল্যাণীর জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে। কার্ড দেখানোর পরেও মিলছে না রক্ত। বলা হচ্ছে যে হাসপাতালে রক্ত দান করেছিলেন সেই হাসপাতালেই জান কিন্তু সেখানে গিয়েও কি মিলছে রক্ত?এবং টাকা দিয়েও রক্তের জুড়ি মেলা ভার। জানা যাচ্ছে টাকা দিলেও পাওয়া যাচ্ছে রক্ত। এবং দালালরা সেখানে অধিক টাকা কামাচ্ছে। দালালদের কাছে দু প্যাকেট রক্তের দাম হিসেবে দিতে হবে নগদ ৪২০০ টাকা কিন্তু বিল পাবে ৩০০০ টাকার তাহলে বাকি ১২০০ টাকা কোথায় যাচ্ছে? তার খবর পাচ্ছেন না ক্রেতারা। এমনই দালাল বাজি চলছে কল্যাণীর জহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে।  

পূর্বেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা হাসপাতালে দালালবাদি চলবে না, খোঁজ পাওয়া গেলে তার কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এই হাসপাতালের দালালদের কি কোন শাস্তি হবে? নাকি হওয়া দরকার কি মনে হয়? যেখানে নগদ ৪২০০ টাকা রক্তের দাম হিসেবে দেওয়ার পরেও বিল পাচ্ছে ৩০০০ টাকার,সেখানে দালালি তো চলছেই। এবং এই দালালিদের সঙ্গে যুক্ত কারা হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনোভাবে যুক্ত আছে এই দালালদের সঙ্গে? মুখ্যমন্ত্রীর নির্দেশে দালাল রাজ বন্ধ করার কথা পূর্বেই বলা হয়েছে অর্থাৎ কোন হাসপাতালে দালালরা চলবে না কিন্তু আজকের দিনেও দালালরা চলছে বিভিন্ন হাসপাতালে। কিন্তু এখনবপ্রশ্ন এটাই দালালদের ধরবে কে ? বন্ধ হবে কি দালাল রাজ তবে এবার নাকি শাস্তি হবে এই সমস্ত দালালদের? শুধুমাত্র ব্লাড ব্যাংকের যে দালালরা চলছে তা নয় মর্গ থেকে মৃতদেহ বার করার ক্ষেত্রেও কিন্তু দিতে হচ্ছে টাকা। রোগীর হাতের চ্যানেল খোলার জন্য নাকি দিতে হবে টাকা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এটিই দাবি। তবে কি এবার হাসপাতালের মধ্যেও চলছে দালাল রাজ? এই খবরের পরবর্তী আপডেট আমরা জানবো পরবর্তী খবরে।

     


Journalist Name : Joly Pramanick

Related News