রেগেই বসে থাকলেন মঞ্চে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

banner

#Pravati Sangbad Digital Desk :

সরকারি পরিষেবা প্রদান সভায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। গতকাল হিঙ্গলগঞ্জে সরকারি পরিষেবা প্রদানের জন্য সভা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুর দিকে বেশ আনন্দের সাথেই বক্তৃতা দিচ্ছিলেন তিনি, তারপরেই ঘোষণা করেন বনদেবীর পুজো উপলক্ষ্যে ১৫ হাজার শীতবস্ত্র দেব। শীত বস্ত্র আনার জন্য সরকারি আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর তখনই গোলমাল বাঁধে। শীতবস্ত্র বিতরণের কথা শুনেই চুপ করে যান সরকারি আধিকারিকরা। তখনই রীতিমতো রেগে যান মুখ্যমন্ত্রী, তিনি বলেন, “শীত বস্ত্র কোথায়? আমি কষ্ট করে এখানে আসবো বলে সব কিনেছি”। তখন একজন আধিকারিক বলেন, শিতিবস্ত্র রয়েছে বিডিও অফিসে। সব শুনে বিডিওকে মঞ্চে আসার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সাথে আরও বলেন, “আমি বসলাম এখানে যতক্ষণ না শীতবস্ত্র না আসে”। সেই সাথে সভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে বসার জন্য অনুরোধ করেন। তারপরেই সরকারি আধিকারিকরা তড়িঘড়ি করে শীতবস্ত্র আনার ব্যবস্থা করেন। অন্যদিকে ততক্ষণে রেগে লাল মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আর কি সভা করবো তোমরা একটা কাজও ঠিক মতো করতে পারো না, এই সমস্ত কাজ আমার একদম পছন্দ নয়, গা জ্বালা করে আমার”। যদিও কয়েক মিনিটের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয় শীতবস্ত্র। তারপরে মুখ্যমন্ত্রী নিজে হাতেই সাধারন মানুষের মধ্যে সেই বস্ত্র বিতরণ করেন।

 

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News