জন্মদিনে লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে নাটের গুরু !

banner

#Pravati Sangbad Digital Desk:

অবাঙালি হলেও বাঙালি তিনি। বাংলার ঘরের ছেলের মতো এই গেছেন এই তারকা। বাংলা ছবির অন্যতম এক তারকা জিত। তাঁর প্রথম ছবি ২০০২ সালের ' সাথী '  বক্স অফিসে তীব্র সারা ফেলেছিল। এরপরই জিতু মদনানীকে বাংলা ইন্ডাস্ট্রি চিনল জিত নামে। তাঁর প্রথম ছবির নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। গত ৩০ শে নভেম্বর অর্থাৎ বুধবার ছিল জিতের ৫২ তম জন্মদিন। 

 বহু পরিচালক থেকে অভিনেতা এছাড়াও ভক্তদের  শুভেচ্ছাবার্তা দেখা গেছে গোটা সোশ্যাল মিডিয়া মাধ্যম জুড়ে। জিতের ফেসবুক পেজের লাইভ ভিডিওতে দেখা যায়  হাজার হাজার ভক্ত জিতের বাড়ির সামনে ভিড় করেছে। সেখানেই ভক্তদের ব্যালকনি থেকে দেখা দিলেন তারকা। আবদার ফেলেননি ভক্তদের। 


' জিত '  যে শুধু নামেই নয় , জীবনেও জিতে গেছেন তিনি। তারই প্রকাশ দেখা যায় তাঁর চোখে - মুখে। বলতে গেলে টলিউড পাড়ায় তাঁর ' জিত ' নামটি রাখা স্বার্থক হয়েছে। এতো বছর ধরে শুধু নিজের জীবনেই নন , জিতে গেছেন হাজার হাজার দর্শকের মন। বয়স ৫২ হলেও তাঁর চোখে - মুখে এখনো ফুটে ওঠেনি ৫২ - র ছাপ। লম্বা চেহারার , ফর্সা আদলের মানুষটিকে দেখলে বোঝাই যায় না তাঁর বয়স।


প্রসঙ্গত, ' চ্যাম্পিয়ন ' ,‘নাটের গুরু’, ‘সঙ্গী’ ,‘বন্ধন’ ,‘শুভদৃষ্টি’— পর পর ছিল হিট ছবি। তবে‘সাথীহারা’, ‘প্রিয়তমা’, ‘ঘাতক ' বক্স অফিসে তেমন কোনো সারা ফেলেনি। একসময়ের জনপ্রিয় জুটি ছিল জিত - স্বস্তিকা। এরপর 'নাটের গুরু' - র মধ্যে দিয়ে জনপ্রিয় হয়ে ওঠে জিত - কোয়েলের জুটি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক করে গেছেন হিট ছবি। দর্শকদের মন কেড়েছেন এতো বছর ধরে। 

Journalist Name : পাপড়ি চক্রবর্তী

Related News