বকেয়া না মিললেও মিলতে পারে ৩ শতাংশ মহার্ঘ ভাতা

banner

#Pravati Sangbad Digital Desk:

নতুন বছরের শুরুতেই মিলতে পারে মহার্ঘ ভাতা, এমনটাই আশঙ্কা করছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। মহার্ঘ ভাতা মামলায় রাজ্যের সাথে সরকারি কর্মীদের চাপানউতোর চলছে এখনও, বহু দিন ধরেই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। পাশাপাশি রাজ্যের প্রশাসনিক ট্রাইবুনাল এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্যের কর্মীদের বকেয়া এবং মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু তাতেও বিন্দু মাত্র হেলদোল নেই রাজ্যের।

তবে সূত্রের খবর, কোর্টের নির্দেশ না মানলেও আসন্ন জানুয়ারি মাসে রাজ্যের সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে নবান্ন, অন্তত রাজ্যের অর্থ দফতর সূত্রে এমনটাই খবর। যদিও সরকারি ভাবে কোন নির্দেশিকা এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি রাজ্যের তরফ থেকে। উল্লেখ্য, ২০২০ সালে রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন চালু হয়, সেখানে কেন্দ্রীয় হারে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার কথা বললেও, খাতায় কলমে কেন্দ্রের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে রাজ্যের কর্মীরা। কেন্দ্রীয় সরকার প্রতি বছর দু’দফায় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে, সেখানে বছরে একবার মহার্ঘ ভাতা দিতেই হিমসিম খাচ্ছে রাজ্য সরকার।


অর্থ বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে রাজ্যের সরকারি কর্মীদের ভাগ্যের শিকে ছিরতে পারে একমাত্র শীর্ষ আদালত। আর তার জন্য আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে কর্মীদের, যদিও আদালত নির্দেশ দিলে রাজ্য সরকার কতটা নির্দেশ পালন করতে সক্ষম হবে তা এখনই বলা যাচ্ছে না। কারণ রাজ্যের অর্থ ভাণ্ডারের অবস্থা বর্তমানে তথৈবচ। 


Journalist Name : Sabyasachi Chatterjee

Related News