বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ, সাথে আকর্ষণীয় বেতন, যোগ্যতা উচ্চ মাধ্যমিক

banner

#Pravati Sangbad Digital Desk:

আবারও বন্ধন ব্যাংক-এর তরফে জারি হল নয়া বিজ্ঞপ্তি। উচ্চ মাধ্যমিক পাশে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের প্রার্থীদের জন্য এক বিশাল বড় সুখবর। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করলেই আপনি পেয়ে যেতে পারেন এই চাকরি।  ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস অফিসিয়াল পোর্টালে নোটিফিকেশন সহ প্রকাশিত হল এই বিজ্ঞপ্তিটি। সুনাম প্রসিদ্ধ ব্যাংকিং প্রতিষ্ঠান বন্ধন ব্যাংক এর তরফ থেকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। 

ন্যাশনাল কেরিয়ার সার্ভিস(NCS) এর তত্ত্বাবধানে কর্মী নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা সকল ধরনের চাকরিপ্রার্থীরাই অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে পারবে। চাকরি সম্পর্কিত সকল বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল এবং অফিশিয়াল নোটিফিকেশন ও সরাসরি এপ্লাই লিংকও দিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা প্রান্ত থেকে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনি। ন্যুনতম এবং শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এই চাকরির জন্য আবেদন করা যাবে। বর্তমানে সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের বন্ধন ব্যাংক রয়েছে। এই মুহূর্তে সমগ্র ভারতবর্ষের প্রায় 5639 গুলি ব্রাঞ্চ হয়েছে যার মধ্যে প্রায় 2 কোটি 70 লক্ষ মানুষকে পরিষেবা দিচ্ছে এই ব্যাঙ্ক।

শিক্ষাগত যোগ্যতা: এই ব্যাংকের চাকরিতে আবেদন জানাতে গেলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি উচ্চ শিক্ষিত চাকরি প্রার্থীরাও সমানভাবে যোগ্য বলে বিবেচিত হবেন।

বয়সসীমা: আবেদনের জন্য আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ 29 বছর। 

মাসিক বেতন: নিযুক্ত কর্মীদের উচ্চ হারে মাসিক বেতন দেওয়া হবে। চাকরিতে নিযুক্ত হওয়ার পর কর্মী পিছু মাসিক গড় বেতন শুরু হচ্ছে 16,000/- টাকা থেকে এবং এই বেতন সর্বোচ্চ 24,000/- টাকা অব্দি হতে পারে।


আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে খুব সহজেই এখানে আপনি চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন, ওই

1. সবার প্রথমে অফিসিয়াল লিংকে গিয়ে আপনাকে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে।

2. লিঙ্কে যেসব তথ্য চাইবে সেগুলি সমস্ত দিতে হবে। আপনি যদি New ইউসার হন তাহলে Sign Up এ ক্লিক করে নিজেকে Jobseeker হিসাবে বেছে নিয়ে সামনের ধাপ গুলিতে এগিয়ে যান।

3. পাশাপাশি নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার সত্য তথ্য দিতে হবে।

4. সঙ্গে অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি রাখবেন আবেদন করার সময়।

5. নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট আপলোড করতে বলতে পারে, সেগুলি এক এক করে আপলোড করবেন। সঙ্গে নিজের পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে হতে পারে।

6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রেখে দেবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখতে হবে,

১  মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে

২  মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট

৩  উচ্চমাধ্যমিক এর মার্কশিট এবং সার্টিফিকেট

৪ রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার


৫ নিজের ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড বাসিন্দার প্রমাণপত্র হিসেবে

৬ কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ঠেকলে সেটি সাথে রাখতে হবে

ক্ষেত্র ও পদের নাম: বন্ধন ব্যাংক এর বিভিন্ন ধরনের ক্ষেত্রে বিভিন্ন পদে কর্মী নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে Finance, Insurance এবং Accounting সার্ভিসে কর্মী নেওয়া হচ্ছে। এর পাশাপাশি KYC ভেরিফিকেশন ডিপার্টমেন্ট, Loan ডিপার্টমেন্ট ইত্যাদি ক্ষেত্রেও কর্মীদের নিযুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

নিয়োগকারী সংস্থা: সমগ্র রাজ্যের অন্যতম স্বনামধন্য ব্যাংক তথা বন্ধন ব্যাংক -এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গে (West Bengal Bandhan Bank Recruitment 2022) এই সুযোগ দেওয়া হচ্ছে। রাজ্যের যেকোনও স্থায়ী বাসিন্দা পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

কর্মী নিয়োগ প্রক্রিয়া: বন্ধন ব্যাংকের এই কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। প্রার্থীদের আবেদন জমা পড়ার পর সেগুলি প্রথমে শর্ট লিস্টিং এর মাধ্যমে বেছে নেওয়া হবে। তারপর প্রার্থীদের ডাকা হবে সাধারণ ইন্টারভিউ প্রক্রিয়ায় জন্য। সেখানেই তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। সঙ্গে কিছু সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে ভালো করে পার্সোনালিটি দেখে নেওয়া হবে। প্রার্থীদের পারফরম্যান্স -এর ওপর ভিত্তি করে দেওয়া হবে নম্বর। সেই নম্বরের ভিত্তিতে তৈরি করে নেওয়া হবে একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা। সব শেষে এই মেরিট লিস্ট থেকে প্রার্থীদের ডেকে সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে।

আবেদনের সময়সীমা: আগামী 31/12/2022 তারিখের মধ্যে এই আবেদন করা যাবে। ইতিমধ্যেই এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস তথা NCS এর জব পোর্টালে।


Journalist Name : Puja Adhikary

Related News