বাস্তু অনুযায়ী ঝাড়ু বা ঝাটার সঙ্গে জড়িত আমাদের জীবনের নানা শুভ ও অশুভ দিক

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রত্যেক বাড়িতেই নোংরা আবর্জনা পরিষ্কার করতে ঝাড়ু বা  ঝাঁটা  একটি অপরিহার্য বস্তু। ঝাড়ু দিয়েও ঘরের যাবতীয় নোংরা সকলে ঝাড়ু দিয়ে বাইরে ফেলে দেয়। বাইরের রাস্তা ঘাট পরিষ্কার রাখতেও আবার ঝাড়ু ব্যবহার করা হয়। কিন্তু আপনি কি জানেন বাড়ির ঝাড়ু বা ঝাঁটা কেবল ধুলো-ময়লাই পরিষ্কার করে না, বরং ঘর থেকে দারিদ্রতা দূর করে সুখ ও সমৃদ্ধি আনে। হিন্দু শাস্ত্রে ঝাঁটাকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, ঝাড়ুর সঠিক ভাবে ব্যবহার করলে যেমন নেতিবাচকতা দূর হয়, তেমনি ঝাড়ুর সঙ্গে সম্পর্কিত কোনও ভুল অনেক ঝামেলাকে আমন্ত্রণ জানাতে পারে।জেনে নিন, সংসারে সুখ-শান্তি বজায় রাখতে  ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে যুক্ত বাস্তু টিপস।

•অনেকে ভেঙে যাওয়া সত্ত্বেও সেই  ঝাড়ু বা  ঝাঁটা ব্যবহার করে থাকেন। তবে বাস্তু অনুযায়ী ভাঙা  ঝাড়ু  বা  ঝাঁটা ব্যবহার করা উচিত নয়।  ঝাড়ু  বা  ঝাঁটা   ভেঙে গেলে তা সঙ্গে সঙ্গে পাল্টে ফেলুন। ভাঙা   ঝাঁটা বা ঝাড়ু দিয়ে বাড়ি পরিষ্কার করলে নানা সমস্যার আগমন ঘটে।

•ঝাড়ু  বা  ঝাঁটা কখনই চোখের সামনে রাখা উচিত নয়। ধন-সম্পদ যেমন লুকিয়ে রাখা হয়, তেমনি ঝাড়ুও কোনও জায়গায় ঢেকে বা লুকিয়ে রাখতে হবে। ঘরের বাইরে খোলা অবস্থায়ও রাখা উচিত নয়, এর ফলে বাড়ির ইতিবাচকতা বেরিয়ে যায়।


•এমনটা বিশ্বাস করা হয় যে ঝাড়ু  বা  ঝাঁটা প্রতিস্থাপন করতেও বাস্তুশাস্ত্রের সাহায্য নেওয়া ঠিক। আপনি যদি ঝাড়ু  বা  ঝাঁটা বদলাতে যাচ্ছেন তবে এর জন্য শনিবার বেছে নিন। এই দিনটিকে এর জন্য শুভ বলে মনে করা হয়।

•ঝাড়ু  বা  ঝাঁটা  সবসময় শুইয়ে রাখা উচিত। ঝাড়ু  বা  ঝাঁটা দাঁড় করিয়ে রাখলে ঘরে দারিদ্র্যতা আসে। তাই সর্বদা মাটিতে শুইয়ে রাখার পরামর্শ দেওয়া হয়।

•অনেকে  সন্ধ্যের সময় বাড়ি ঝাঁট দেন। তবে বাস্তু মতে এটি অশুভ। মনে করা হয় এর ফলে লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে যান। তাই সন্ধেবেলায় ঘর ঝাঁট দেবেন না। কিন্তু বিশেষ প্রয়োজনে সূর্যাস্তের পর ঝাঁট দিতে হলে, নোংরা একত্রিত করে বাইরে ফেলবেন না। বরং বাড়ির কোনও এক কোণে জড়ো করে রেখে দিন। মনে করা হয়, সূর্যাস্তের পর বাড়ির মাটি বাইরে ফেললে লক্ষ্মীও চলে যায় এবং পরিবারে দারিদ্র্যের বাস হয়।

•শাস্ত্র অনুযায়ী বাড়ির ঈশাণ অর্থাৎ উত্তর-পূর্ব কোণে কখনও  ঝাড়ু বা  ঝাঁটা রাখতে নেই। বাস্তু অনুযায়ী এই দিকে  ঝাড়ু বা ঝাঁটা রাখলে বাড়িতে অর্থের আগমন হয়। তাই দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিকে ঝাঁটা রাখা শুভ।

•রান্নাঘরে ঝাড়ু  বা  ঝাঁটা  রাখাও শুভ বলে মনে করা হয় না। এতে করে আর্থিক সীমাবদ্ধতা কিভাবে আপনার থেকে দূরে থাকবে।

•ঘর ঝাড়ু  বা  ঝাঁটা দেওয়ার সময় সর্বদা খেয়াল রাখবেন যাতে কারো গায়ে ঝাড়ুর  বা  ঝাঁটার  বাড়ি না লাগে।  ঝাঁট দেওয়ার সময় কারো গায়ে ঝাড়ু  বা  ঝাঁটা  লাগলে, তা অশুভ বলে মনে করা হয়। তাই সবসময় ফাঁকা ঘরে ঝাড়ু দেওয়া উচিত।

•আপনি যদি কোন ভাড়া বাড়িতে থাকেন এবং ঘর বদলানোর সময় যদি আপনার ব্যবহৃত ঝাড়ু  বা   ঝাঁটা পুরনো হয়ে যায়, তাহলে কখনই তা পুরনো বাড়িতে ছেড়ে আসবেন না। নতুন বাড়িতেও আপনার পুরনো ব্যবহৃত ঝাড়ু নিয়ে যাবেন। সেখানে গিয়ে নতুন ঝাড়ু কিনে, তারপর সেটিকে ফেলবেন। বাস্তু মতে, পুরনো বাড়িতে ঝাড়ু ফেলে আসলে, সেখানেই আপনার শ্রী বৃদ্ধি আটকে যায়, তাই নতুন বাড়িতে নিয়ে আসাই বাঞ্ছনীয়।

Journalist Name : Susmita Das