আর নয় ব্যাঙ্ক জালিয়াতি

banner

#Pravati Sangbad Digital Desk:

ইন্টারনেট ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বেড়েছে ব্যাংক জালিয়াতি। অনলাইনে অর্থ আদান-প্রদানের সময় যদি আপনি টাকা হারিয়ে থাকেন বা অনলাইন জালিয়াতির শিকার হন, তাহলে আপনার অর্থ পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ গ্রহণ করার অধিকার আপনার আছে। আপনি অপরাধীর বিরুদ্ধে একটি অপরাধমূলক অভিযোগ দায়ের করতে পারেন। বর্তমান পরিস্থিতিতে মানুষকে যতই সতর্ক করানো হচ্ছে ঠিক ততই যেন নিত্য নতুন প্রতারণার ফাঁদ আবিষ্কার করছে অনলাইন ফ্রড জালিয়াতরা। সাধারণ মানুষ প্রতিদিন এই সংকটময় পরিস্থিতির শিকার হচ্ছে। আগে গ্রাহক কে ফোন করে OTP দিলেই একাউন্টের টাকা চলে যেত। অত্যাধুনিক যুগে আসে লিংক। সেই লিংকে ক্লিক করলে টাকা কাটা যেত, তবে এইসব এখন ঊর্ধ্বে আরও আধুনিক পন্থা বের করেছে। একধরনের সতর্কবার্তা জারি করেছে রিজার্ভ ব্যাংক। এই প্রতিবেদনটির মাধ্যমে সবাইকে সতর্ক করা হচ্ছে। আপনারা সতর্ক হোন এবং আপনার আপনজনকে এই পোষ্টটি দয়া করে শেয়ার করুন। পরিজনদের সতর্ক করুন। প্রযুক্তির ছোঁয়া সর্বত্র। দুনিয়া এখন ডিজিটাল। ঘরে বসেই অনলাইনে সব কাজ করে ফেলা সম্ভব। ব্যাংকিং সেক্টরও তার বাইরে নয়। টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে ব্যালেন্স জেনে নেওয়া, নতুন অ্যাকাউন্ট খোলা, দেশের যেকোনো জায়গা থেকে লেনদেন করা, সবকিছুই অনলাইনে কার্যকর হচ্ছে। কিন্তু এই প্রযুক্তির যুগে জালিয়াতি এবং সাইবার অপরাধের মতো ঘটনাও বেড়ে গেছে।

এই আধুনিকতার যুগে ব্যাংকিং ব্যবস্থা উন্নতির পাশাপাশি জালিয়াতরাও কৌশল বদলাচ্ছে। একাধিকবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং মেসেজ এর মাধ্যমে গ্রাহকদের সতর্ক করে ব্যাংকগুলি। আর এবার আরও আধুনিক ও নতুন জালিয়াতি নিয়ে সাবধান করলো RBI. নিজের ও পরিচিতদের সুবিধার্থে নিজে জানুন ও অন্যকে জানাতে শেয়ার করুন। তবে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি হ্যান্ডবুক প্রকাশ করে জানিয়েছে, জালিয়াতরা নিত্যদিন মানুষের টাকা হাতিয়ে নেওয়ার জন্য নতুন নতুন কৌশল বের করছে। কিভাবে ডিজিটাল ক্ষেত্রে এই জালিয়াতদের হাত থেকে বাঁচা যায় Online Banking Frauds বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে এই হ্যান্ডবুকে। এই হ্যান্ডবুক আপনি রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইট থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন। অনলাইন ব্যাংক জালিয়াতির ব্যাপারে যা বলা হয়েছে আপনার ইলেক্ট্রিক লাইনের কথা বলে, কিম্বা আপনি যেখানে কাজ করেন, কিম্বা আপনার মোবাইল নম্বরের সাথে যে UPI App গুলো লিংক আছে সেগুলো জেনে, এমনকি আপনার WhatsApp নম্বর বা আধার নম্বর জানলেই আপনাকে একটি পেমেন্ট গেটওয়ে পাঠানো সম্ভব। যেখানে হয়তো আপনি অন্য কোনও বিষয় দেখলেন। কিন্তু ব্যাক লিংকে অন্য কিছু আছে অর্থাৎ হয়তো আপনি দেখলেন ফ্রি টকটাইম কিম্বা ক্রিসমাস অফার, কিন্তু ক্লিক করলেই দেখলেন আপনার কোনও তথ্য চাওয়া হচ্ছে কিম্বা কোনও অ্যাপ ডাউনলোড করতে, কিম্বা ফোন এর কোনও আক্সেস চাইলো। মনে রাখবেন লোভের ফাঁদে পড়ে কোনও অফারে ক্লিক করবেন না। ফ্রিতে কেউ কিছু দেয়না। উল্টে আপনার একাউন্ট ফাঁকা হয়ে যাবে। এই বিষয়ে একাধিক বার সতর্ক করেছে রিজার্ভ ব্যাংক। কি কি করবেন তা জেনে নিন। গ্রাহকদের বলা হয়েছে, কখনোই টাকা পয়সার লেনদেনের সময় কারোর সাথে OTP এবং CVV- শেয়ার করবেন না। সাইবার ক্রাইম এড়াতে কারো সঙ্গেই কার্ডের CVV এবং OTP শেয়ার করা যাবে না। RBI স্পষ্ট করে জানিয়েছে, ব‍্যাঙ্ক কখনোই ব‍্যক্তিগত তথ্য চায় না। তাই ব্যাংকের পরিচয় দিয়ে কেউ ফোন করলেও নিজের কোনো তথ্য শেয়ার করবেন না।

Journalist Name : Aparna Dutta

Related News