পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের বাংলা ছবি 'দোস্তজীর' সাফল্য আকাশছোঁয়া

banner

# Pravati Sangbad Digital Desk:

প্রসূন চট্টোপাধ্যায়ের ছবি 'দোস্তজী' মুক্তি পেল বড়পর্দায়। ১১ই নভেম্বর বন্ধুত্বের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হল নবাগত এই পরিচালকের ছবিটি। ছবি মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা  গিয়েছিল । কম বেশি সমস্ত সিনেমা প্রেমীরাই এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসেছিলেন। তাঁদের সেই অপেক্ষা শেষ করে দেশ জুড়ে ১১ই নভেম্বর মুক্তি পেল এই ছবিটি। নয়ের দশকে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এক প্রত্যন্ত গ্রামের ভিন্নধর্মী দুই বালকের বন্ধুত্ব এবং চূড়ান্ত বিচ্ছেদের গল্প, 'দোস্তোজী'। দুই বন্ধুর একজন হিন্দু ব্রাহ্মণ পলাশ ও আরেকজন মুসলমান পড়শি সফিকুল। দুই ক্ষুদে বন্ধুর আড়ি-ভাব, মান-অভিমান, খুনসুটি এবং নীরব ভালোবাসা সবটাই ফুটে উঠেছে পর্দায়। এই ছবির প্রেক্ষাপট বাবরি মসজিদ ধ্বংস ও মুম্বই বিস্ফোরণের পরবর্তী সময়। গল্প দেখানো দুই দোস্ত মুর্শিদাবাদের বর্ডারের কাছের বাসিন্দা। তাঁদের বাড়ির খুব কাছেই বাংলাদেশ। তাঁদের একে অন্যের প্রতি বন্ধুত্ব, ভরসা, হাসি-কান্না সবটাই ভীষণ মায়াময় যা দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে মুক্তির আগেই জানিয়েছিলেন পরিচালক। এই দুই বন্ধুর একজন হিন্দু তার নাম পলাশ, আরেকজন মুসলিম নাম সফিকুল। একটা বেড়ার  ব্যবধান দুই বাড়িতে। এক স্কুলে পড়ে ওরা। একসঙ্গে টেটো চেপে স্কুলে যায়। পলাশ একটু ভালো পড়াশোনায়। সফিকুল পড়ায় ফাঁকি দেয়। প্রায়ই মাস্টার মশাইদের কাছে কানমোলা খায়। একটা টিনের সুটকেস নিয়ে, রোজ একই ইউনিফর্ম পরে স্কুলে যাওয়া, বন্ধুর পাশে বসার যে আনন্দ, তা কতখানি তীব্র আর সৎ হতে পারে ‘দোস্তজী’  ছবিটি দেখে বোঝা যায়। 

বাংলার মাটি-জল-হাওয়া-রোদে একটু একটু করে সেঁচে নেওয়া ছবির প্রত্যেকটা ফ্রেম। প্রসূন চট্টোপাধ্যায়ের পরিচালক হিসেবে এটাই প্রথম কাজ। এই ছবি বিদেশের মাটিতে গর্বিত করেছে বাংলা চলচ্চিত্রকে। একাধিক দেশের ফেস্টিভালে প্রশংসা পেয়েছে দোস্তজী। ইউনেস্কো স্বীকৃত সিফেজ পুরস্কারে ভূষিত হয়েছে এই ছবিটি। জাপান, মালয়েশিয়ার ফেস্টিভালেও সম্মানিত ছবিটি। ইতিমধ্যেই পৃথিবীর ২৬টি দেশ ঘুরে, ৮টি আন্তর্জাতিক পুরস্কার এসেছে 'দোস্তজী'-র ঝুলিতে। নবাগত পরিচালক প্রসূণ চট্টোপাধ্যায়ের এই ছবিতে ক্যামেরার সামনে ও নেপথ্যে কাজ করা কলাকুশলীদের অধিকাংশই নবাগত ৷ ছবিতে পলাশ চরিত্রে অভিনয় করেছেন আশিক শেখ এবং সফিকুলের ভূমিকায় রয়েছেন আরিফ শেখ । এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জয়তী চক্রবর্তী, স্বাতীলেখা কুণ্ডু, অনুজয় চট্টোপাধ্যায়। 'দোস্তজী'-র সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন বিশ্বাস। সম্পাদনায় রয়েছেন সুজয় দত্ত রায় ও শান্তনু মুখোপাধ্যায়। সংবাদ মাধ্যম  সূত্রে  জানা গিয়েছে, ১১ই নভেম্বর ছবি মুক্তির প্রথম দিন প্রসূন চট্টোপাধ্যায়ের দোস্তজির বক্স অফিস কালেকশন ছিল ১.৪৯ লাখ টাকা।  প্রথম সপ্তাহে মোট আয়  'দোস্তজী'র ঝুলিতে ২৪.৭৪ লক্ষ টাকা ।প্রত্যেক দিনই বক্স অফিস কালেকশন বেড়েছে দোস্তোজির। প্রসঙ্গত, নিজের বাসভবন 'উৎসব'এ ডেকে ট্রেলার লঞ্চ করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুই শিশু শিল্পীর অভিনয় দেখে বাকরুদ্ধ অভিনেতা। দুই শিল্পীর জন্য রেড কার্পেটের ব্যবস্থাও করেছিলেন বুম্বাদা। সঙ্গে ছিল ভুরিভোজের ব্যবস্থাও।

Journalist Name : Susmita Das

Related News