ফুটবল বিশ্বকাপে ব্রাজিল জিবে না, সেটা আগেই ভবিষ্যৎ বাণী করেছিল অ্যাথোস সালোমির

banner

#Pravati Sangbad Digital Desk :

 ইতিমধ্যে শুরু হয়ে গেছে  কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ । এই বিশ্বকাপ নিয়ে সারা বিশ্বে উন্মাদনার শেষ নেই। আর একেক সাপোর্টার তার নিজের দলের স্বপক্ষে স্যোশাল মিডিয়ায় অসংখ্য পোষ্ট, কমেন্ট মিমস আপলোড করছেন। তবে এত কিছুর পর কার হাতে যাবে ফুটবল বিশ্বকাপের ট্রফি? প্রত্যেক সাপোর্টারই স্বভাবতই নিজের দল কে সমর্থন করবেন, ৩২ দেশের মধ্যে  চলছে  বিশ্ব  জেতার লড়াই । মেসি, নেইমার, রোনাল্ডো, এমবাপ্পে না অন্য কেউ, কে হবে সেরা? ১৮ ডিসেম্বর শেষ পর্যন্ত কার হাতে যাবে কাপ,  এই নিয়ে  গোটা বিশ্বে  ধুমধুমা  পড়ে গিয়েছে । এবার বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন বিশ্বখ্যাত ভবিষ্যদ্‌বক্তা ও জ্যোতিষী অ্যাথোস সালোমি। জানিয়ে দিলেন কোন দলের কতটা সম্ভাবনা  জেতার  ও কারা উঠতে পারে কাতার বিশ্বকাপের ফাইনালে। এর আগে সালোমির বেশ কিছু গণনা তাক লাগিয়ে দিয়েছে বিশ্ববাসীকে।তিনি ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু এবং ইউক্রেনের আগ্রাসনের কথা আগেই জানিয়েছিলেন । তার ভবিষ্যদ্বাণীর সঙ্গে তাল মিলিয়েই বিশ্ব জুড়ে এসেছিল কোভিড মহামারী।  তার ভবিষ্যৎবাণী মিলে যায় মারা যান ইংল্যান্ডের রাণি দ্বিতীয় এলিজাবেথ। আর রাশিয়া আক্রমণ করে ইউক্রেন। তারপর থেকেই ভবিষ্যদ্বক্তা হিসেবে প্রচারের আলোয় উঠে এসেছেন অ্যাথোস সালোমি। তিনি এবার আগাম জানালেন ফুটবল বিশ্বকাপ জিতবে কোন দেশ। 



তিনি একজন ব্রাজিলিয়ান। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার-কে দেওয়া সাক্ষাৎকারে অ্যাথোস বলেছেন, এবার ব্রাজিলের কোনো সম্ভাবনা দেখছি না। তবে ব্রাজিলের ফাইনালে ওঠার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না অ্যাথোস। তিনি জানান ,হয়তো ফাইনালে উঠবে। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না। ব্রাজিলের এই জ্যোতিষের কথা অনুযায়ী, কাতার বিশ্বকাপের ফাইনালে যেতে পারে পাঁচটি দল- আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স এবং ইংল্যান্ড।যদিও তার নিজের দেশের  জেতার  সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অ্যাথোস। তাহলে কারা খেলবে কাতার বিশ্বকাপের ফাইনাল? ব্রাজিলের জনপ্রিয় ভবিষ্যদ্বক্তা বলেছেন,   ১৮ ডিসেম্বরের ফাইনালের দুই দল হলো আর্জেন্টিনা ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। বিশ্বকাপ শুরুর আগের দিন তিনি অবশ্য চ্যাম্পিয়ন দলের নাম বলেননি। গত কয়েক বছরে তার (অ্যাথোস সালোমি) কয়েকটি বড় ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় অ্যাথোসকে ডাকা হয় ‘দ্য লিভিং নস্ট্রাদামুস’ বলে। এবার কাতার বিশ্বকাপ নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণীর পর আর্জেন্টিনা ও ফ্রান্সের ভক্তরা আনন্দিত হবে। অপরদিকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে এবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। আসল উত্তর পাওয়া যাবে ১৮ ডিসেম্বর। নেইমারদের সামনে নতুন চ্যালেঞ্জ হলো এই জ্যোতিষীর (অ্যাথোস সালোমি) ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করা। এবার এটাই দেখার এই ভবিষ্যৎবাণী কতটা মিলে যায়। তবে এই হিসাব সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। 

Journalist Name : Susmita Das

Related News