বিয়ের দিন কেমন সাজবেন

banner

#Pravati Sangbad Digital Desk:

বিয়ের দিনটা সব মেয়ের জীবনেই অনেকটা রূপকথার মতো। বিশেষ এই দিনে সবাই নিজেকে সাজিয়ে তুলতে চান একদম মনের মতো করে। কেমন সাজবেন এই নিয়ে বছরের পর বছর ধরে পরিকল্পনা করতে থাকেন মেয়েরা। কোন রঙের শাড়ি হবে, ব্লাউজ শাড়ির রং নাকি কনট্রাস্ট করে পরবেন, গয়না কেমন থাকবে এই সব। আবার রিসেপশনে অনেকেই আজকাল লেহঙ্গা পরছেন। সেই রঙেও এসেছে বদল। বিয়েতে প্যাস্টেল শেডের লেহঙ্গা পরে তিন বছর আগে তাক লাগিয়ে দিয়েছিলেন অনুষ্কা শর্মা। এরপর থেকে প্রায় সব মেয়েই এনগেজমেন্ট কিংবা রিসপশনে বেছে নিচ্ছেন প্যাস্টেল শেড।সাজের পরিকল্পনা শুরু হয় অনেক আগে থেকেই। সব সময়ই বিয়ের কনের সাজপোশাক হওয়া উচিত উজ্জ্বল, বর্ণিল। কনের সাজপোশাকেও আছে চলতি ধারা। তবে এখন শুধু লাল নয়, নীল এবং ওয়াইন পাশাপাশি রং করেছে। কোনও মেয়ের জীবনেই এটিএকটি গুরুত্বপূর্ণ দিন। সেদিন প্রতিটি মেয়েই চায় তাকে সবচেয়ে সুন্দর দেখাক এবং অন্য রকমও। বাঙালি বিয়েতে লাল বেনারসি পরে সনাতনী সাজ তো রয়েছেই, সঙ্গে ইদানীং অনেকেই সেলিব্রিটি ব্রাইডাল মেকাপ নিয়ে নানা পরীক্ষা করতেও পিছপা হচ্ছেন না আজকাল। আসলে পর্দায় দেখা নায়িকাদের মতো সুন্দরী হয়ে উঠতে কার না মন চায়! এমনকী, পর্দার নায়িকাদেরও কিন্তু তাঁদের বিয়ের দিন একদম অন্যরকম একটা কনের সাজে দেখা যায়; যেমন, করিনা কপূর তার বিয়ের দিন গর্জিয়াস মেকআপ আর ব্রাইডাল ড্রেসে লক্ষ-লক্ষ মানুষের মন জয় করে নিয়েছিলেন, আবার অন্যদিকে ঐশ্বর্য রাই বচ্চন গোল্ডেন কাঞ্জিভরম আর গোল্ডেন মেকআপ করে তাক লাগিয়ে দিয়েছিলেন।

সেভাবে দেখতে গেলে এরা কিন্তু এক-একটা নতুন আইডিয়া দিয়েছেন যে বিয়ের দিন কিভাবে সাজা যায়। আপনি চাইলে আপনার পছন্দ মতো সেলেব্রিটি ব্রাইডাল লুক ট্রাই করতেই পারেন বিয়ের দিন।ত্বকের রং ফুটিয়ে তোলা হচ্ছে সাজে। আবার বিয়ের নানা অনুষ্ঠানে শাড়ির সঙ্গে অন্য পোশাকও দেখা যাচ্ছে এখন। কনের সাজপোশাকের চলতি ধারার কথা নিয়ে প্রতিবেদন। লিখেছেন রয়া মুনতাসীর।  কনের সাজে লালের আধিক্য এ বছরও থাকবে। বছরের অন্য সময়ে বিয়ের সাজপোশাকে হালকা রঙের কিছুটা প্রচলন থাকলেও শীতে এ রঙেরই যেন জয়জয়কার। এ ছাড়া কনেরা নানা রঙের শাড়িতে ও সাজে তুলে ধরছে আধুনিক, কিন্তু দেশীয় ভাব। ব্যক্তিগত পছন্দেও দেখা যায় চলতি ধারার প্রকাশ। আগে একটা ধারণা ছিল যে মেকআপ মানেই চেহারা সাদা করে ফেলা। এই ধারণা এখন নেই বললেই চলে। বরং কনের গায়ের রং ফুটিয়ে তোলার ব্যাপারেই বেশি গুরুত্ব দেওয়া হয়। চেহারায় নিয়ে আসা হচ্ছে সতেজ ভাব। মেকআপের চলতি ধারা এখন এটাই—জানালেন পারসোনার পরিচালক নুজহাত খান।


Journalist Name : Aparna Dutta

Related News