Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

৩১ ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার তালিকা শেষ না হলে হাতছাড়া হতে পারে রাজ্যের কোটা : কড়া বার্তা কেন্দ্রের

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

রাজ্যকে এবার কড়া বার্তা।  ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তাদের চূড়ান্ত তালিকা। কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রক চিঠির মাধ্যমে রাজ্যকে তা জানাল। চূড়ান্ত তালিকা সঠিক সময়ের মধ্যে শেষ না করতে পারলে হাতছাড়া হতে পারে রাজ্যের কোটা। শুক্রবারই এই চিঠি পঞ্চায়েত দফতরে এসে পৌঁছেছে। যা হাতে পাওয়ার সাথে সাথেই জেলাশাকদের কেন্দ্রীয় সরকারের চিঠির কথা জানিয়ে সতর্ক বার্তা দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। অন্যদিকে মুখ্যসচিব জেলাশাসকদের জানিয়েছেন, "উপভোক্তাদের বাড়ি বাড়ি তথ্য যাচাইয়ের সমীক্ষার কাজ শুরু হয়েছে। ফলে শীঘ্রই প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কোটা নির্দিষ্ট হয়ে যাবে। কেন্দ্রের স্থির করে দেওয়া ৩১ ডিসেম্বরের মধ্যেই একশো শতাংশ কাজ শেষ হয়ে যাওয়ার আশা রয়েছে। তাই অপনারা উদ্যোগী হন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই একশো শতাংশ কাজ শেষ করে ফেলা যায়।"  

যদিও আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অনীহায় আবাস তথ্য ভান্ডার থেকে উপভোক্তাদের নাম নিয়ে যাচাই সমীক্ষার কাজের গতি কিছুটা মন্থর গতিতে এগোচ্ছে। তার মধ্যেই কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রকের চিঠি, যা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসনের। মুখ্যসচিবের পাশাপাশি রাজ্য পঞ্চায়েত দফতরে অতিরিক্ত সচিবও আলাদাভাবে কেন্দ্রীয় গ্রামান্নোয় মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর জেনারেল গয়া প্রসাদের চিঠিও জেলাশাসকদের পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় ঠাঁই পাননি বেশির ভাগ যোগ্য ব্যক্তি, এমনটাই দাবি কড়া হচ্ছে। অথচ ওই তালিকায় রয়েছে আর্থিক ভাবে সচ্ছল বা পাকা বাড়ির মালিক। 
অভিযোগ করলেন পুরুলিয়া জেলার শ্যামপুর গ্রামের বাসিন্দাদের একাংশ। 

এরূপ একই অভিযোগ করেছেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জের বাসিন্দারা। তাঁদের অনেকের দাবি, এই যোজনার আওতায় বাড়ি তৈরির টাকা তাঁরা পাচ্ছেন না। গত শুক্রবার দুই জেলাতেই প্রশাসনিক আধিকারিকেরা বিক্ষোভের মুখে পড়েন। পঞ্চায়েত নির্বাচনের আগে তাই অস্বস্তিতে দুই জেলায় কার্যত শাসকদল তৃণমূল। এর জেরে শুক্রবার রানিগঞ্জ ব্লক অফিসে কার্যত অবস্থান বিক্ষোভে নামেন স্থানীয় মহিলারা। আবাস যোজনায় কারা বাড়ি পাবেন, তা খতিয়ে দেখতে গিয়ে কার্যত সেই বিক্ষোভের মুখে পড়ে প্রশাসনিক আধিকারিকেরা। 'চলো গ্রামে যাই' কর্মসূচীতে আবাস যোজনার বাড়ি নিয়ে নানা উঠছে নানান প্রশ্ন। পঞ্চায়েতের আগে তাই সজাগ হল শাসক দল। সম্প্রতি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে রাজ্যের শাসক দলকে বিধেঁছে বিরোধীরা। নানা জায়গা থেকে লাগাতার অনিয়মের অভিযোগ উঠে আসছে। এই অবস্থায় পঞ্চায়েত ভোটের আগে দলের কর্মীদের সতর্ক করে দেওয়া হল।

Journalist Name : Puja Adhikary

Related News