Flash News
    No Flash News Today..!!
Wednesday, December 17, 2025

কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাতে হবে”, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের রাজ্যের বিরোধী শিবিরের

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে সরব রাজ্যের বিরোধী শিবির। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই নিয়ে জনস্বার্থ মামলা দাখিল করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আগামী কাল এই মামলার শুনানি হতে পারে উচ্চ আদালতে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি কোন অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে যেন ভোট গ্রহণ হয়, এই আবেদনও জানিয়েছেন তিনি।

 উল্লেখ্য, রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিকবার সরব হয়েছে রাজ্যের বিরোধী শিবির, বিশেষ করে এককালের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায় একাধিবার উঠে এসেছে ২০১৮ সালের রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ। রাজ্যের বিরোধী শিবিরের দাবি, রাজ্যের সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, বিরোধীদের দমিয়ে রেখে নির্বাচন করে শাসক দল। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচন যেন শান্তিতে হয় সে কারণে জন সম্মুখে হুঁশিয়ারিও দিয়েছেন।

 কিন্তু তাতেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানোর দাবিতে সরব গেরুয়া শিবির। প্রসঙ্গত, এর আগেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয়েছে, কিন্তু তাতেও ভোট পরবর্তী সময়ে রাজনৈতিক হিংসার ছবি উঠে এসেছে কখনও শাসক দলের বিরদ্ধে আবার কখনও বিরোধী শিবিরের বিরুদ্ধে। রাজনৈতিক হানাহানির স্বীকার হয়েছে সাধারণ মানুষ। অন্যদিকে শাসক দলের একাংশের মতে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন হলেও মানুষ তৃণমূলকেই ভোট দেবে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদ্রোহ প্রশাসন
Related News