বিশ্বকাপ সেমিফাইনাল জিতে অবসর ঘোষণা ‘GOAT’ মেসির!নিজের মুখেই অবসর নিয়ে বড় বিবৃতি দিলেন লিওনেল মেসি

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

জল্পনা ছিল ফিফা বিশ্বকাপ ২০২২ -এ র পর রিটায়েরমেন্ট ঘোষণা করবেন একাধিক তারকা। তারমধ্যে লিওনেল মেসি ঘোষণা করে দিলেন বিশ্বকাপ ফাইনালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে আর মাঠে নামবেন না। অর্থাত্‍ রবিবারই শেষবার এমএল টেনকে অ্যালবিসেলস্তের হয়ে খেলতে দেখতে পাবেন সারা বিশ্বের ফুটবল ফ্যানরা।

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্তিনা। বিশ্বকাপ জয়ের এই শেষ সুযোগ লিওনেল মেসির কাছে। সম্ভাবনা ছিলই, তা সত্যি করেই গতকাল নিজের অবসরের পরিকল্পনা জানিয়ে দিলেন আর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার। 

সর্বকালীন বিশ্বসেরাদের মধ্যে লিওনেল মেসি নিঃসন্দেহে একদম প্রথম সারিতে থাকবেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে নিজের নামে এক গোল থাকলেও এদিন আর্জেন্তিনার অন্য গোলেও অবদান তাঁরই নাম। যে ফুটবলটা তিনি কাতারে খেলছেন তা দীর্ঘদিন মেসি ফ্যানদের মনে একেবারে খোদাই হয়ে থাকবে। 
নিজে গোল করছেন অন্যকে দিয়ে গোল করাচ্ছেন একজন প্রকৃত নায়ক যেরকম হয় মেসি সেই আদর্শ নায়ক। সেমিফাইনালের পর আর্জেন্টাইন সংবাদমাধ্যম আউটলেট ডিয়ারিয়ো ডেপোর্টিবো অলকে জানিয়েছেন, ''আমার দারুণ অনুভূতি হচ্ছে, আমাদের দল ফাইনালে পৌঁছে গেছে। ফাইনালে আমি আমার শেষ খেলা খেলে নিজের বিশ্বকাপ যাত্রা শেষ করব।'
তিনি আরও বলেছেন, ''মনে হয় এর চেয়ে আগে আর নিয়ে যেতে পারব, আর এভাবে শেষ করার জন্য এটাই সেরা মুহূর্ত।'' 
তবে কেবল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন মেসি। ক্লাব ফুটবলে নিজের জাদু দেখাতে থাকবেন এলএম১০। 
২০২২ সালের বিশ্বকাপকে আধুনিক ফুটবলের দুই শ্রেষ্ঠ ফুটবলারের ‘লাস্ট ডান্স’ বলে ধরা হচ্ছিল। ৩৭ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছেন। এরই সঙ্গে তাঁর অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। এদিকে নিজের ‘লাস্ট ডান্স’ অব্যাহত রেখেছেন লিওনেল মেসি। এরই মধ্যে নিজের অবসরও ‘ঘোষণা’ করলেন মেসি।
কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ লিওনেল মেসির আর্জেন্তিনা হারায় লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে। আর্জেন্তিনা তথা বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা মেসিরা ফাইনালে মুখোমুখি হবেন ফ্রান্স-মরক্কো ম্যাচের জয়ী দলের সঙ্গে। এই আবহে মেসিকে নিয়ে জল্পনা, আগ্রহ, উৎকণ্ঠা... এই সব আবেগই যেন তুঙ্গে।
এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে হেরে জাতীয় দলের জার্সিকে বিদায় জানিয়েছিলেন এলএম১০। তবে ফের দেশের টানে ফিরে এসেছেন। মাঠে নেমেছেন সেই নীল-সাদা জার্সি পরে। ভেঙেছেন একের পর এক রেকর্ড। আর্জেন্তিনার হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড এবং বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক গোল করার রেকর্ড ইতিমধ্যেই নিজের পকেটে ভরে ফেলেছেন মেসি। এখন বাকি বিশ্বকাপ জেতা।

Journalist Name : Sampriti Gole

Related News