ছবির প্রথম গান মুক্তির পরেই শাহরুখ - দীপিকার পাঠান বয়কটের ডাক একাংশের

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

আমির খানের ‘লাল সিং চাড্ডার' পর এবার বিতর্কের মুখে বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন ছবি ‘পাঠান' । সোশ্যাল মিডিয়াতে ‘পাঠান’ ছবি বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত, বলিউড কিং খান প্রায় ৪ বছর পর এই ছবির মধ্যে দিয়ে কামব্যাক করছেন। ফলত মুক্তির আগেই সমস্যায় পড়তে পারে ছবিটি।
বলিউড অভিনেতা কিং খান 'পাঠান' ছবির ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত তাঁর ভক্তকুল। পোস্টার ও টিজার প্রকাশের পর কিং খানের ভক্তরা পাঠানের গানের অপেক্ষায় ছিলেন। ১২  ডিসেম্বর  মুক্তি পায় ছবির প্রথম গান 'বেশরম  রং '। শাহরুখকে লম্বা চুল, পেশীবহুল অ্যাবস, কিলার লুকে ধরা দিতে দেখা যায়। গান মুক্তি পেতে একদিকে শাহরুখ খানের অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে নেটিজেনদের একাংশ মোটেই ভাল চোখে দেখছেন না পাঠান সিনেমার এই গানকে। দীপিকা পাড়ুকোনকে ঘিরে কিছু মানুষের মনে অসন্তোষ তৈরি হয়েছে।সব মিলিয়েই সোশ্য়াল মিডিয়ায় শুরু হয়েছে পাঠান সিনেমা বয়কটের ডাক।
‘পাঠান’ সিনেমার গানের একটি দৃশ্যে ছবির নায়ক শাহরুখ খানের সঙ্গে বিকিনি পরে নাচতে দেখা যাচ্ছে নায়িকা দীপিকা পাড়ুকোনকে। সিনেমার এই দৃশ্যটিকেই ‘অত্যন্ত আপত্তিকর’ বলে অভিহিত করেছেন মন্ত্রী। দীপিকার বেশরম  রং -এ কেন নায়িকা গেরুয়া রংয়ের পোশাক পরেছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির মন্ত্রী। পাশাপাশি বেশরম রংয়ে যে দৃশ্যের দৃশ্যায়ন করা হয়েছে, তা সংস্কৃতিকে কলুষিত করছে বলেও অভিযোগ করেন নরোত্তম মিশ্র।ছবির নির্মাতাদের দৃশ্যটি পরিবর্তন করার অনুরোধ জানিয়েছেন তিনি। অনুরোধ না রাখা হলে ছবির প্রদর্শনী বন্ধেরও হুমকি দিয়েছেন মধ্যপ্রদেশ সরকারের এই মুখপাত্র।টুইট করে তিনি জানিয়েছেন।  তার কথায় , ‘পাঠান ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া যাবে না।’ তাঁর কথায়, ‘পাঠান ছবির এই গান ও দৃশ্য পরিচালকের নোংরা মানিসকতার পরিচয়। এর তীব্র বিরোধিতা করছি।’

শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত পাঠান সিনেমার ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্ক যেন শেষ হচ্ছে না।   মধ্যপ্রদেশের মন্ত্রীর ওই অভিযোগের পরপরই ট্যুইটারে বেশরম রং ট্রেন্ড করতে শুরু করে। বেশরম রংয়ে দীপিকার পোশাক নিয়ে আপত্তির পাশাপাশি এই ছবিকে বয়কটের ডাক দেন অনেকে। দক্ষিণী ছবির সঙ্গে বলিউডের সিনেমার তফাৎ নিয়ে কটাক্ষ করেন অনেকে।
  এদিকে  আবার ,সংস্কৃতি বাঁচাও মঞ্চ'-এর প্রেসিডেন্ট চন্দ্রশেখর তিওয়ারি এই গানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি তুলেছেন। সনাতন ধর্মে বিশ্বাসীদের ভাবনায় আঘাত করেছেন দীপিকা, দাবি তাঁদের। তিনি বলেন, "এইভাবে গেরুয়া পোশাকের প্রদর্শন করা আমাদের ধর্মের অপমান। আর আমরা তা কখনওই মেনে নেব না।  সমস্ত হিন্দুদের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে এবং ছবি থেকে এই গানটি সরিয়ে ফেলতে হবে। কেন এই ধরনের কাজ করে নিজের ভাবমূর্তি নষ্ঠ করছেন শাহরুখ খান? সনাতন ধর্মে বিশ্বাসীদের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে।”
হিন্দু মহাসভার জাতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ দীপিকার গেরুয়া  রংয়ের  ওই  পোশাক নিয়ে  নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর খোলামেলা পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, 'গেরুয়া  রংকে পাঠান ছবিতে অপমান করা হয়েছে। পাঠানে গেরুয়ার অপমান ভারত সহ্য করবে না।'
তিনি আরও বলেন-  এরা সনাতন ধর্মের বিরুদ্ধে কাজ করছে। দুর্ভাগ্যজনক যে গেরুয়া সারা দেশ ও বিশ্বকে দিকনির্দেশনা দিতে কাজ করেছে তাকে 'বেশরম  রং ' বলা হচ্ছে। সবচেয়ে বড় দুর্ভাগ্য হল সেন্সর বোর্ড তা পাশ করছে। হিন্দু সনাতন ধর্ম এতে অপমানিত হয়। আমি হিন্দু সম্প্রদায়কে পাঠান ছবিটি বয়কট করার অনুরোধ করছি।'
পাঠানের 'বেশরম  রং ' গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়াযর মানুষ দু'ভাগে বিভক্ত হয়ে পড়ে। কেউ কিং খান এবং দীপিকার সিজলিং কেমিস্ট্রি এবং সাহসী অবতার খুঁজে পাচ্ছেন। আবার কেউ এতে বিরক্তি প্রকাশ করছেন।

Journalist Name : Susmita Das

Related News