‘মিঠুনের সঙ্গে বিয়েটা না হয়ে ভালোই হয়েছে’, অতীতের সম্পর্ক নিয়ে কি বললেন মমতা?

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

আবারও একফ্রেমে আসতে চলেছে মমতা ও মিঠুন। ৪৭ বছর পর প্রযোজক-অভিনেতা দেবের আসন্ন ছবি ‘প্রজাপতি’তে ফের একসঙ্গে দেখা যাবে মৃণাল সেনের ‘মৃগয়া’ জুটিকে। ১৯৭৫ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবিতে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর ও মিঠুন চক্রবর্তী। জানা যায়, শ্যুটিং চলাকালীন বিয়ের তারিখ পাকা হয়েছিল তাঁদের। ৪৭ বছর তাঁরা একসঙ্গে আর কোনও সিনেমা করেননি। কিন্তু কেন? অতীতের কোনও তিক্ততা কি এর কারণ?

‘মৃগয়া’ ছবির শ্যুটিংয়ের সময় মিঠুন আর মমতার শঙ্করের বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছিল। যদিও সেই খবর সকলের জানা নয়। যদি সে বিয়ে সম্পন্ন হয়নি। কারণ নিজের জীবনসঙ্গী হিসাবে চন্দ্রোদয়কে বেছে নেন মমতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠুনের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ, বন্ধুত্ব নিয়ে মুখ খুলেছেন মমতা শঙ্কর। তিনি বলেন, জীবনসঙ্গী হিসাবে চন্দ্রোদয়কে বেছে নেওয়াতে তাঁর কোনও আক্ষেপ নেই, বরং অভিনেত্রীর কথায়, ‘মিঠুনের সঙ্গে বিয়েটা না হয়ে ভালোই হয়েছে’। 

মিঠুনের সঙ্গে তাঁর বিয়ের তারিখ ঠিক হওয়ার সময় চন্দ্রোদয়ের সঙ্গে আলাপ ছিল মমতার। তিনি জানা, মিঠুনের সঙ্গেও চন্দ্রোদয়ের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যদিও সকল কথা তিনি খোলসা করে বলেননি। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান,’সবটাই ঈশ্বরের প্ল্যান’। তিনি আরও বলেন, বিয়ে ভাঙার পরও মিঠুনের সঙ্গে তাঁর বন্ধুত্বেও কোনওদিন ছেদ পড়েনি। অভিনেত্রীর কথায়, ‘কিন্তু আমার আর মিঠুনের বন্ধুত্বটা সুন্দর ভাবে রয়ে গিয়েছে। আমরা খুব ভাল বন্ধু।'

মমতা খুশি হয়ে বলেন, ঈশ্বর যা করেছেন তা ভালোর জন্যই। মিঠুনের সঙ্গে বিয়ে ভাঙার জেরেই নিজের জীবনসঙ্গী চন্দ্রোদয়কে তিনি আরও ভালোভাবে জানতে পেরেছেন বলে জানান। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘মিঠুন খুবই ভাল। কিন্তু আমার নাচ, আমার ছবি করা এগুলো বন্ধ হয়ে যেত। ও সেটা পছন্দ করত না।’ মিঠুনকে বিয়ে না করা আফসোস নয়, বরঞ্চ এক পরিতৃপ্তি, এমনটাই ভেসে উঠেছে অভিনেত্রীর মধ্যে। বিয়ে ভাঙার কারণ না জানালেও কোথায় কোথায় একটি কারণ উঠে আসে। তিনি জানান, বাড়ির বউ ঘরে থাকবে এই ধারণায় বিশ্বাসী মিঠুন। 

স্বাধীনচেতা, কেরিয়ারমুখী মমতা শঙ্করের কথায়, মিঠুনকে বিয়ে করে নিজের স্বপ্নগুলো কোনোভাবেই জলাঞ্জলি দিতে পারতেন না তিনি। মিঠুনের জন্য যোগিতা বালি-কেও নিজের কেরিয়ার বিসর্জন দিতে হয়েছে। কিন্তু এই স্যাক্রিফাইস মমতার পক্ষে করা সম্ভব ছিল না। সবশেষে মমতার একটাই কথা, ‘ওর জন্য যোগিতাই ঠিক ছিল। আমার জন্য চন্দ্রোদয় ঠিক।’

Journalist Name : Puja Adhikary

Related News