ওমিক্রন আতঙ্কের মধ্যেই ভারতের দক্ষিণ আফ্রিকা সফর

banner

#Pravati Sangbad Digital Desk:

গত নভেম্বরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার নতুন প্রজাতি ওমিক্রনের কথা জানিয়েছিল, যার উৎপত্তি দক্ষিণ আফ্রিকাই। তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল কেন্দ্র সরকারের সাথে আলোচনা করেই ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকা সফরে পাঠানো যাবে কিনা তা দেখা হবে। কিন্তু ইতিমধ্যেই ওমিক্রনের বারবারন্ত দেখা গিয়েছে, হু সুত্রে জানা গেছে বিশ্বের প্রায় ৭৭টি দেশে করোনার এই নতুন প্রজাতি তার দাপট দেখাচ্ছে, ভারতেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা খুব দ্রুত ১০০ পেড়িয়ে ১৫০ ছুঁয়ে ফেলেছে। ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার, কেন্দ্র সরকারের তরফ থেকে নানা সতর্কতা নেওয়া হয়েছে, বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। আর এত কিছুর মধ্যেই ভারতীয় ক্রিকেট দল পৌঁছে গেছে দক্ষিণ আফ্রিকা, যদিও তাদের রাখা হয়েছে করা নিরাপত্তার মধ্যেই। সব রকম স্বাস্থ্য বিধি মেনেই তারা এখন অনুশীলনে ব্যাস্ত।

তবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর এতটা সহজ এবং সরল ছিল না। সফরে যাওয়ার আগে ৮ই ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ড দলের নাম ঘোষণা করে, আর তাতেও ঘোষণা করা হয় বিরাট কোহলিকে একদিনের ক্রিকেটে আর অধিনায়ক হিসাবে রাখা হবে না, নতুন অধিনায়ক রোহিত শর্মা। তার পর থেকেই শুরু হয় জল্পনা, বোর্ড বনাম অধিনায়ক তরজা। রীতিমত খণ্ডযুদ্ধ বেধে যায় বোর্ড এবং বিরাটের মধ্যে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য জানিয়েছিলেন, “বিরাটকে টি-২০ অধিনায়কত্ব না ছাড়ার জন্য অনেক বার অনুরোধ করা হয়েছিল কিন্তু সে কথা শোনেনি, আর সাদা বলের দুই ফরম্যাটে দুইজনকে অধিনায়ক রাখা সম্ভব নয় তাতে দলের ওপর বাড়তি নেতৃত্ব চলে আসে”, এর পরিপ্রেক্ষিতে অবশ্য ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিরাট বলেছিলেন, “তাকে বোর্ডের তরফ থেকে কোন অনুরোধ করা হয়নি, বরং অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত যখন সে ভারতীয় বোর্ডে জানাই তখন বোর্ড কর্তারা তাকে বলেছিলেন এটা ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্ত”। দুই তারকার দুই রকম কথাই নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র।

এত কিছুর পরেও ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে, ২৬শে ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে তারা। প্রোটিয়াদের বিরুদ্ধে ৩টি ওডিআই এবং ৩টি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। সম্প্রতি ভারতের মাটিতে আয়োজিত হওয়া টেস্ট সিরিজের দ্বিতীয় সিরিজে কিউয়িদের বিশাল রানের মার্জিনে পরাজিত করেছে ভারত, আর এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে লড়াইয়ের পালা। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে ভারত কোন দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় লাভ করতে পারেনি। তবে এইবার জিততে পারলে বোধ হয় বোর্ড বনাম বিরাট তরজার ইতি টানা যাবে। তবে শুধু বিরাট নয় একদিনের ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার অপরেও থাকবে নজর। সোমবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, “ বিশ্বে আবার কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, দক্ষিণ আফ্রিকাই এটা চতুর্থ স্রোত, তাই সবার আগে ক্রিকেটারদের নিরাপত্তা দেখা হচ্ছে। আর সেই কারনেই দর্শন শূন্য মাঠে খেলবে তারা, বন্ধও রাখা হয়েছে টিকিট বিক্রিও”।

ইতিমধ্যে সেঞ্চুরিয়ান পার্কে ভারতীয় দল শুরু করে দিয়েছে অনুশীলন। কোচ রাহুল দ্রাবিড়ের সাথে টিম বিরাটের পাখির চোখ এখন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারানো। সোমবার নেটে প্র্যাকটিস করতে দেখা গেছে বিরাট কোহলিদের, সাথে ছিলেন কোচ রাহুল দ্রাবিড়। এদিন কোথাও কোন ভুল হচ্ছে কিনা তাও গুরু দ্রাবিড়ের কাছে জেনে নিয়েছেন ক্যাপ্টেন বিরাট। কানপুরের টেস্টে জীবনের প্রথম টেস্ট শতরান করা শ্রেয়াস আইয়ার জানিয়েছেন, “পিচে ঘাস থাকার কারনে বল বাউন্স করছে। এই পিচ বোলারদের সাহায্য করবে”। এখন দেখার বিষয় অধিনায়ক বিতর্কের মধ্যে ভারত কেমন ফলাফল করে, আর নতুন দায়িত্বপ্রাপ্ত্য সাদা বলের অধিনায়কের অপরেও আস্থা রাখছে ভারতীয় ক্রিকেট মহল।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News