কেন ঘরে ময়ূরের পালক রাখা হয়

banner

#Pravati sangbad Digital Desk:

ময়ূরের পালক বাস্তু অনুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হল ময়ূরের পালক, তাই তাঁর মাথায় সর্বদা শোভা পায় এটি। জানেন কি ময়ূরের পালক ঘরে রাখলে অনেক রকম সংকট কেটে যেতে পারে? কারণ ময়ূরের পালক আমাদের জীবন থেকে নেগেটিভিটি দূর করে এবং শুভ শক্তির বিকাশ ঘটায়। জেনে নিন ঘরে ময়ূরের পালক থাকলে কী কী উপকার হতে পারে। বাস্তু বিশেষজ্ঞদের মতে অপূর্ব সুন্দর এই পালকটি গৃহস্থের সৌন্দর্যতা তো বাড়ায়, সেই সঙ্গে বাস্তু দোষ কাটানোর মধ্যে দিয়ে নেগেটিভ শক্তিকে এমন দূরে ঠেলে দেয় যে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় কমে। তবে ভাববেন না এখানেই শেষ! বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ময়ূরের পালক রাখলে আরও নানাবিধ উপকার পাওয়া যায়। 

বাস্তুশাস্ত্রের উপর লেখা একাধিক বইয়ে এমনটা দাবী করা হয়েছে যে গৃহস্তের অন্দরে যদি বাস্তু দোষ থাকে, তাহলে নেগেটিভ শক্তির মাত্রা এতটা বেড়ে যায় যে একের পর খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় বেড়ে। সেই সঙ্গে অর্থনৈতিক ক্ষতিও হয় চোখে পরার মতো। আর সবথেকে ভয়ের বিষয় হল, কারও বাড়িতে বাস্তু দোষ রয়েছে কিনা তা বুঝে ওঠার কোনও উপায় নেই। তাই তো বলি বন্ধু নানাবিধ ক্ষতির হাত থেকে বাঁচতে আটটি ময়ূরের পালক কিনে এনে একসঙ্গে বেঁধে বাড়ির কোনও একটা জায়গায় রেখে দিন। সেই সঙ্গে "ওম সমায়া নমহঃ". এই মন্ত্রটি জপ করা শুরু করুন। দেখবেন বাস্তু দোষ তো কাটবেই, সেই সঙ্গে গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির মাত্রা এতটা বেড়ে যাবে যে একের পর এক ভাল খবর আসতে শুরু করবে। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতিও ঘটবে চোখে পরার মতো।


বাচ্চা যদি পড়াশোনায় অমনোযোগী হয় বা পড়াশোনায় মন একদম না থাকে তাহলে তার পড়ার ব্যাগে বা বইয়ের মধ্যে রেখে দিন একটি ময়ূর পালক । কাজ হবেই হবে।

ময়ূর পালক বাড়িতে আনার সময় অবশ্যই একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম নেবেন।

ঘরের দক্ষিন-পূর্ব কোনে ময়ূর পালক রাখলে প্রভূত উন্নতি ঘটবে। বাড়িতে অর্থের অভাব কোনদিন হবে না।

ময়ূর পালক কখনো মাটিতে ফেলবেন না। এতে আপনার বাড়ির উন্নতি বাধাপ্রাপ্ত হবে। আর এটা মাটিতে ফেলা মানেই ভগবান শ্রীকৃষ্ণের অপমান করা।

 ময়ূর পালক কেনার সময় খেয়াল রাখবেন যে সেটা যেন ভাঙা বা মচকানো না থাকে। সঠিকভাবে দেখে তবেই কিনুন। নাহলে সেটা আপনার জন্য অশুভ প্রতিপন্ন হবে।

ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বাঁশির সঙ্গে যদি একটি ময়ূর পালক বাড়িতে রাখা হয় তবে এটি বাড়ির বাস্তু দোষও দূর করে।

 বাস্তুশাস্ত্র অনুসারে, বিবাহিত জীবনে ঝামেলা থাকলে, বেডরুমে ২টি ময়ূরের পালক একসঙ্গে রাখলে স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভালবাসা বজায় থাকে।

মঙ্গল ও শনিবার পালক দিয়ে বজরংবলীকে সিঁদুরের ফোঁটা দিন ও সেই পালকটিকে পরেরদিন নদী বা কোনও জলাশয়ে ভাসিয়ে দিন। এরফলে শত্রুনাশ হয় বা যেকোনও ক্ষেত্রে মন্দ ব্যক্তির থেকে দূরে থাকা যায়।


Journalist Name : Aparna Dutta

Related News