শীতের হাওয়ার বদলে কলকাতায় আবারও আসছে ' হাওয়া ' !

banner

#Pravati Sangbad Digital Desk:

২৯ শে অক্টোবর সকাল ৯ টা থেকে নন্দনের সামনে  ছিল এক বিশাল লাইন। গেট খোলার সাথে সাথেই হাওয়ার বেগে মানুষ ছুটেছিল হলের ভিতর। তবে এ হাওয়া ঝোড়ো নয় , মানুষের ভিড়ের। হাওয়ার বেগ পৌঁছে গেছিলো শিশির মঞ্চ ছাড়িয়ে। জনতার ভালোবাসা ও অনুরোধে ' হাওয়া ' ছবির দিন বাড়ানো হয়েছিল নন্দনে। তবে বেশ কিছু মানুষের দেখার সুযোগ হয়ে ওঠেনি ছবিটি। তাঁদের অনুরোধে আবারও আসতে চলেছে ' হাওয়া '। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন চঞ্চল চৌধুরী। এছাড়াও রয়েছেন নাজিফা তুশি, সরফুল রাজসহ অনেকেই। 

২০২২ এর ২৯ শে জুলাই বাংলাদেশে মুক্তি পেয়েছিল ' হাওয়া '। এরপর দর্শকদের অনুরোধে কলকাতা শহরে মুক্তি পাবে চঞ্চল চৌধুরীর ছবি। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এটি ২৯ শে অক্টোবর এসেছিল মহানগরে। ছবিটির প্রত্যেকটি গান মন ছুঁয়েছিল সকলকে। তার মধ্যেই জনপ্রিয় হয়েছিল " সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা"। 

 ১৬ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার ছবিটি মুক্তি পাবে কলকাতা শহরসহ বহু জেলায়। ৩০ শে ডিসেম্বর 'হাওয়া' মুক্তি পাবে দেশের অন্যান্য রাজ্যে। রিলায়েন্স এন্টারটেইনমেন্ট-এর রিলিজ চেন কলকাতা-সহ বাংলায় ছবিটি ডিস্ট্রিবিউট করছে। এসএসআর সিনেমা-র ডিরেক্টর শতদীপ সাহা জানান, '' ছবিটি কলকাতা শহরকেন্দ্রিক প্রেক্ষাগৃহে কেবল মুক্তি পাচ্ছে। এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা যেমন ত্রিপুরাতে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। তবে বনগাঁ, বশিরহাটের মতো জায়গাগুলির প্রেক্ষাগৃহেও ছবিটিকে আনার চেষ্টা চালানো হচ্ছে "।

যাঁরা ছবিটি দেখতে না পেয়ে ফিরে গিয়েছেন, তাঁদের জন্য চঞ্চল চৌধুরী বলেন , ''রাগ করবেন না, ভবিষ্যতে সিনেমাটা রিলিজ করানো হবে এখানে"। যেমন বলা তেমন কাজ। আগামী ১৬ ই ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে চলেছে এপার বাংলার প্রেক্ষাগৃহে। আবারও কলকাতা শহর গেয়ে উঠবে 'সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা' গানে।

Journalist Name : Papri Chakraborty

Related News