তুনিশা শর্মার মৃত্যুরহস্যে নেপথ্যে উঠে এলো অনেক তথ্য

banner

#Pravati sangbad Digital Desk:

২৪ ডিসেম্বর আত্মহত্যা করেন হিন্দি টিভি নায়িকা তুনিশা শর্মা। শনিবার ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন সেটের ওয়াশরুমে আত্মঘাতী হন ২০ বছর বয়সী ওই অভিনেত্রী। তুনিশা আত্মহত্যা মামলার অভিযুক্ত শিজান পুলিশকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তুনিশা এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে সময় তাকে বাঁচিয়েছিল তুনিশা-র প্রাক্তন প্রেমিক শিজান খান। ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিনেত্রীর মায়ের দাবি ছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে শিজান তাঁর মেয়েকে। এবার এই নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু রায়া লাবিব। যার দাবি শুধুমাত্র সেক্সের জন্য মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াতেন শিজান। ৬ থেকে ১০ জন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল। মঙ্গলবার (২৭ ডিসেম্বর, ২০২২) হিন্দি সিরিয়ালের অভিনেত্রী তুনিশা শর্মার শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ে। শনিবার ‘আলিবাবা: দাস্তান-এ-কাবুল’ টিভি সিরিজ়ের সেটের শৌচালয়ে মৃত অবস্থায় পাওয়া যায় তুনিশাকে। এই রহস্য মৃত্যুর কারণ নাকি আত্মহত্যা। তুনিশার মায়ের বক্তব্য, অভিনেত্রীকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিলেন তাঁর প্রেমিক অভিনেতা শিজ়ান খান। পুলিশের প্রাথমিক অনুমান, শিজ়ানের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণেই নাকি জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তুনিশা। সোমবার সন্ধ্যায় একটি বিবৃতি পেশ করেছে তুনিশার বাড়ির লোক। সেই বিবৃতিতে লেখা, “আমাদের প্রিয় তুনিশা শর্মা। মনে অনেক যন্ত্রণা নিয়ে আমরা এই কথা বলছি যে, আমাদের প্রিয় তুনিশা ২৪ ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমরা চাই সকলে আসুন। ওর শেষ যাত্রায় সঙ্গী থাকুন।” মঙ্গলবার দুপুর ৩টের সময় মুম্বইয়ের মীরা রোডের শ্মশানে সম্পন্ন হবে তুনিশার শেষকৃত্য।”

প্রসঙ্গত, তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনায় তাঁর প্রেমিক শিজান খানকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। এই মুহূর্তে তুনিশার প্রাক্তন প্রেমিক শিজ়ান খান আছেন পুলিশি হেফাজতে। তাঁর বিরুদ্ধে তুনিশার মায়ের অভিযোগের ভিক্তিতে পুলিশি হেফাজতে রাখা হয়েছে অভিনেতাকে। রবিবার তাঁকে আনা হয় ভাসাইয়ের আদালতে। মৃত্যুর দিন দুপুরে শিজ়ানের সঙ্গেই শেষবারের জন্য লাঞ্চ সেরেছিলেন তুনিশা। তারপরই শুটিং ফ্লোরের শৌচালয়ে আত্মহত্যা করেন তিনি। শিজ়ানের সঙ্গে সম্পর্ক ভাঙার জন্য মনকষ্টে ছিলেন বছর কুড়ির তুনিশা। এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন অভিনেত্রী। তখন নাকি শিজ়ানই অভিনেত্রীর মাকে বলেছিলেন তাঁর খেয়াল রাখতে। এমনটাই পুলিশকে জানিয়েছেন শিজ়ান।

Journalist Name : Aparna Dutta

Related News