রাজ্যের প্রথম বন্দে ভারত পরিষেবা শুরু আগামীকাল থেকে

banner

#Pravati Sangbad digital Desk:

বছর শেষে ভ্রমণ পিপাসু মানুষের জন্য সুখবর। আগামীকাল থেকে চালু হতে চলেছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত পরিষেবা। ইতিমধ্যেই গত ২৬শে ডিসেম্বর যার ট্রায়াল রান করেছে পূর্ব রেল। রেল মন্ত্রক সূত্রে খবর, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা। এবার আরও কিছুটা কাছে পাহাড়।

রেল মন্ত্রক সূত্রে খবর, সকাল ৫টা ৫৫ মিনিটে হাওড়া ষ্টেশন থেকে ছেড়ে বেলা ১টা বেজে ৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে এই ট্রেন। ঠিক সেই দিনই দুপুর ২টো বেজে ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন। সেই সাথে আরও জানা গিয়েছে বোলপুর শান্তিনিকেতনসহ মালদা টাউন এবং বারসই স্টেশনে দাঁড়াবে এই ট্রেন।

সেই সাথে যাত্রা শুরুর সময় হাওড়া স্টেশনে যাত্রীদের স্বাগতম জানাতে দেওয়া হবে ডাবের জল। সেই সাথে থাকছে লুচি আলুর দমের মতো খাবারের সুব্যবস্থা। দুপুরে মধ্যাহ্ন ভোজনে থাকছে পোলাও আলু পোস্ত চিকেন। ফিরতি পথে থাকবে স্নাক্স। রেল মন্ত্রক সূত্রে খবর, এই ট্রেনের আনুমানিক ভাড়া ১৫০০ টাকা থেকে শুরু করে হবে ১৭০০ টাকার মধ্যে, সাথে থাকছে খাবারের আয়োজন। যদিও পূর্ব রেল আগে থেকেই চালু করেছে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় লাগে প্রায় ৮ ঘণ্টার কিছু বেশি তবে এই নতুন পরিষেবাতে সময় বাঁচবে আরও ১ ঘণ্টার মতো।

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News