শীতে কমলালেবুর খোসা দিয়ে ফেসপ্যাক

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

কমলার খোসায় রয়েছে ভিটামিন এ, সি, ই, নানা খনিজ পদার্থ এবং অবশ্যই প্রয়োজনীয় তেল (এসেনশিয়াল ওয়েল)। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ব্রণ, বলিরেখা ও বয়সের ছাপ কমাতে দারুণ কার্যকর কমলার খোসা। তবে কমলার খোসা ব্যবহার করতে হবে সঠিক নিয়মে। নইলে হিতে বিপরীত হতে পারে (যেমন, ত্বকে ফুসকুড়ি), এমনটাই জানালেন হার্বস আয়ুর্বেদিক ক্লিনিকের আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমি।উজ্জ্বল ত্বক পেতে কমলার খোসা দিয়ে রূপচর্চা

আপনার ত্বক কি দিনদিন রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ছে? ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে? ব্রণের সমস্যায় ভুগছেন? চেহারার দাগ কমছে না? তাহলে জেনে নিন কমলার খোসা দিয়ে রূপচর্চার পদ্ধতি। কমলার খোসা খুব সহজেই প্রাকৃতিক উপায়ে করবে আপনার ত্বকের নানান সমস্যার সমাধান।

১. কমলার খোসা পেস্ট, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া আর আধা টেবিল চামচ মধু নিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলে দিন, দেখবেন খুব সহজেই আপনি পেয়ে যাবেন ক্লান্তিহীন সুন্দর ত্বক।

২. এক টেবিল চামচ দই নিন, অল্প মধু ও কমলার খোসা পেস্ট এক চা চামচ নিয়ে সব উপাদান একসঙ্গে মিশিয়ে প্যাক বানান। এটি ত্বকে লাগিয়ে রেখে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বকের কালো দাগ দূর করে ত্বক উজ্জ্বল করবে। যাদের ত্বক শুষ্ক তারা এই প্যাকে এক চা চামচ অলিভ ওয়েল বা নারকেলের তেল মেশাতে পারেন।

৩.দুই চা চামচ দই আর এক চা চামচ কমলার খোসার গুঁড়া এক সঙ্গে মিশিয়ে পেস্ট করে নিন। আপনার ত্বকের ব্ল্যাকহেডস আক্রান্ত জায়গায় লাগিয়ে হালকা ম্যাসাজ করুন এবং ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্ল্যাকহেডস কমে যাবে।

রূপচর্চা ছাড়াও কমলালেবুর খোসা দিয়ে মিষ্টির এসেন্স তৈরি হয়। 

আইআইটি মান্ডির একদল গবেষক কমলালেবুর খোসাকে একদম অন্য কাজে ব্যবহার করছেন। তাঁরা কমলালেবুর খোসায় থাকা হাইড্রোচার নামে উপাদানকে অনুঘটকের কাজে ব্যবহার করছেন বিশেষ ধরনের জ্বালানি তৈরি করতে।

এখন ক্রমশ নানা ধরনের জ্বালানি তৈরির চেষ্টা চলছে। পেট্রোল, ডিজেল ক্রমশ ফুরিয়ে আসছে। ফুরিয়ে আসছে কয়লাও। তাই এবার বায়োমাস থেকে জ্বালানি তৈরির চেষ্টা চলছে জোরকদমে।


Journalist Name : Aparna Dutta

Related News