বিদায়ী বছরে বিশ্বে সাড়া ফেলা ঘটনাগুলি ফিরে দেখা

banner

#Pravati Sangbad digital Desk:

আর কিছুদিন পরই ২২’কে বিদায় জানিয়ে ২৩’কে স্বাগত জানাবো আমরা সবাই। 

২০২২ সালে বিশ্ব রাজনীতি , খেলাধুলাতে নতুন বাঁক দেখা গেছে। বছরজুড়ে ঘটেছে বড় রাজনৈতিক ঘটনা, যা বিভিন্ন দেশের আন্তর্জাতিক সম্পর্ককে নতুন রূপ দিয়েছে।  এমনকি খেলাধুলাতেও এসেছে বিরাট পরিবর্তন। এছাড়া বিদায়ী বছর দাগ কেটেছে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু । বছরটির শেষ প্রান্তে প্রধান বৈশ্বিক ঘটনাগুলোর দিকে ফিরে তাকানো যাক। 

যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা

আনুষ্ঠানিকভাবে পূর্ব এশিয়ায় সফরসূচিতে তালিকাভুক্ত না থাকা সত্ত্বেও অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগস্টে তাইওয়ানে পৌঁছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি এবং তার প্রতিনিধিদল। এ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা পাঠানোর বিরুদ্ধে সতর্ক করে। দ্বীপটিকে নিজের প্রদেশ বলে মনে করে চীন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু

সবচেয়ে বেশি সময় রাজত্বকারী ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডে বার্ধক্যজনিত কারণে মারা যান। রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনামলে যুদ্ধোত্তর মন্দা, সাম্রাজ্য ভেঙে কমনওয়েলথে উত্তরণ, স্নায়ুযুদ্ধের অবসান এবং ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের অন্তর্ভুক্তি এবং বের হয়ে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটেছে। তিনি সিংহাসনে আরোহণের ৭০ বছর পর ৯৬ বছর বয়সে মারা যান, যা তাকে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রাজত্বকারী শাসক করে তোলে। রানির মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র তৃতীয় চার্লস ইংল্যান্ডের নতুন রাজা হন।

ইউক্রেন ও  রাশিয়া সংঘাত 

দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির এক পর্যায়ে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে বসে প্রতিবেশী দেশ রাশিয়া। এতে উভয় পক্ষের হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে সৃষ্টি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকট।

বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বৃদ্ধি

২০২২ সালে বিশ্বের বিভিন্ন দেশে মূল্যস্ফীতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে৷ যুক্তরাষ্ট্রে জুনে মূল্যবৃদ্ধির হার ছিল ৯ দশমিক ১ শতাংশের বেশি এবং অক্টোবরে যুক্তরাজ্যে তা ছিল ১১ দশমিক ১ শতাংশ। এর ফলে মানুষের জীবনযাত্রায় সংকট সৃষ্টি হয়েছে।

ইরানের বিক্ষোভ

এই বছর সবচেয়ে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসকরা। সরকারবিরোধী প্রতিবাদ শুরু হয়েছিল সেপ্টেম্বরে। কারণ ২২ বছর বয়সী মাহসা আমিনিকে তার চুল সঠিকভাবে না ঢেকে রাখার জন্য গ্রেপ্তার করা হয় এবং পুলিশ হেফাজতে তিনি মারা যান। তার মৃত্যু এবং নারীদের প্রতি ইরানের দুঃশাসনের নিন্দা জানাতে জড়ো হয় শত শত মানুষ। সামাজিক, অর্থনৈতিক ও জাতিগত সব শ্রেণির ইরানিরা একত্রিত হওয়ায় বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে।

কাতার বিশ্বকাপ ২০২২ 

আন্তর্জাতিক ফুটবলের ক্ষেত্রে ২০২২ সাল স্মরণীয় হয়ে থাকবে। কাতারে ২০২২ বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মত ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হন আর্জেন্টিনা।

নোভাক জকোভিচের অস্ট্রেলিয়া ওপেনে খেলতে না পারা

এই বছর শুরুর দিকে অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জকোভিচের খেলা নিয়ে চূড়ান্ত নাটক চলে। টিকা না নেওয়া জোকোভিচকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া থেকে ফেরৎ পাঠিয়ে দেওয়া হয় টুর্নামেন্ট শুরু হওয়ার এক দিন আগে। অস্ট্রেলিয়ার কোর্টে আইনি লড়াই হেরে যান তিনি।

রজার ফেডেরারের অবসর

বিশ্ব টেনিসের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র রজার ফেডারের এই বছর বিদায় জানান পেশাদার টেনিসকে।

বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন ছাড়িয়েছ

১৮০৩ সালে বিশ্ব ১ বিলিয়ন মানুষের প্রথম মাইলফলকে পৌঁছেছিল। ২০০ বছর পরে ১৫ নভেম্বর বিশ্বে মানুষ ৮ বিলিয়ন ছাড়িয়ে গেছে।

Journalist Name : Susmita Das