বছরের শুরুতে ভিড় উপচে পড়ছে তারাপীঠ ও কঙ্কালীতলায়

banner

#Pravati Sangbad digital Desk:

শুরুতে সকলে মেতে ওঠে আনন্দে। মন্দিরে দেখা যায় ভক্তদের লম্বা লাইন। বর্ষবরণে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে বেড়ে ওঠে মানুষের সমাগম। এছাড়াও চলতে থাকে বিভিন্ন জায়গায় পিকনিক। বেশিরভাগ মানুষই বছর শুরুর প্রথম দিন ঈশ্বরের স্থান থেকে শুরু করে। সেইমতো মন্দিরগুলিতে দেখা যায় ভিড়ে।


এবারে বছরের প্রথম দিন বিভিন্ন জায়গা থেকে বহু পর্যটককে আসতে দেখা গেল বীরভূমের তারাপীঠে ও কঙ্কালীতলায়। বছরের প্রথম দিন মায়ের কাছে সারা বছর যাতে ভালোভাবে কাটাতে পারে তার জন্যই তাদের প্রার্থনা করতে দেখা যায়। নতুন বছর শুরু হতেই ভিড় বাড়তে দেখা যায় এই সব তীর্থক্ষেত্রগুলিতে।


বিগত দুবছর ধরে করোনার কারণে পর্যটকরা স্বাচ্ছন্দের সাথে কোথাও ঘুরতে যেতে পারেননি। সবসময় এক ভয় কাজ করত। কিন্তু এবছর ওমিক্রন বিএফ সেভেন নিয়ে সকলে আতঙ্কে থাকলেও এখনো পর্যন্ত বীরভূমে এ বিষয়ে কোন নিষেধাজ্ঞা জারি হয়নি। এবছর মানুষের ভিড় বাড়তে দেখা যাচ্ছে পর্যটন কেন্দ্রগুলিতে।


১ লা জানুয়ারি তারাপীঠে বিহার, ঝাড়খণ্ড এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ আসতে থাকে। তারাপীঠ মন্দির কমিটি জানান প্রায় পঞ্চাশ হাজার ভক্ত এবছরের প্রথম দিনে মন্দিরে এসে মায়ের পুজো দেন। জানা যায়,  রাত একটা থেকে লাইনে দাঁড়িয়ে ভক্তরা মায়ের পুজো দেন। 


বোলপুরের কঙ্কালী মায়ের মন্দিরেও দেখা যায় ভক্তের ভিড়। তবে শুধু পুজো দেওয়াই নয় , এখানে আসার আরো একটি কারণ শান্তিনিকেতনের পরিবেশ। এখানের মনোরম গ্রাম্য পরিবেশ মন কাড়ে সকল পর্যটকদের। মায়ের মন্দিরে পুজো দিয়ে বছরের প্রথম দিন এখানে কাটাতে দেখা যায় অনেককে। 


তবে এই দুবছর পর ভক্তের আগমন যেনো আরো বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বীরভূমের পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে। হাজার হাজার মানুষ পুজো দেওয়ার সাথে দুদিনের ছুটিও কাটাচ্ছেন এসব জায়গায়। তবে এই মুহূর্তে যারা এই সকল তীর্থক্ষেত্র বা পর্যটন কেন্দ্রগুলিতে থাকার পরিকল্পনা করছেন তাদের আগে থেকেই হোটেল বুকিং করে নিতে হবে। 


 তারাপীঠ ও বোলপুরে অনেক হোটেল থাকলেও এই সময় যেকোনো হোটেলের টাকা অনেকটাই বেশি হবে। পর্যটকদের আগমনের উপর ভিত্তি করে হোটেলের ভাড়া বাড়তে শুরু করেছে।

Journalist Name : পাপড়ি চক্রবর্তী