Flash News
    No Flash News Today..!!
Tuesday, December 16, 2025

সংক্রমণের আশঙ্কা,ঋষভ পন্থকে ICU থেকে সরানোর সিদ্ধান্ত হাসপাতালের

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad digital Desk:

গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছেন ঋষভ পন্থ। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। ডান হাতের কব্জি, গোড়ালি, পায়ের পাতায় চোট রয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটারকে দ্রুত সুস্থ করে তুলতে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

শুক্রবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার পর দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে ঋষভ পন্থকে। এরপর থেকেই এই হাসপাতালে পন্থকে দেখতে ভিড় জমাচ্ছেন বিসিসিআই কর্তা, দিল্লি ক্রিকেট সংস্থার কর্তা, অভিনেতা, রাজনৈতিক নেতারা। শুধু ভিজিটিং আওয়ার্সই নয়, অন্য সময়েও পন্থকে দেখতে যাচ্ছেন বহু মানুষ।

এর ফলে যেমন বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন না এই ক্রিকেটার, তেমনই তাঁর সংক্রমিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। পন্থের পরিবারের পক্ষ থেকে কাউকে হাসপাতালে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই আর্জি জানিয়েছেন দিল্লি ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মাও। কিন্তু তারপরেও হাসপাতালে ভিড় কমার লক্ষণ নেই। এই পরিস্থিতিতে পন্থের শারীরিক অবস্থার কথা ভেবে তাঁকে আইসিইউ থেকে প্রাইভেট স্যুইটে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

এই পরিস্থিতিতে পরবর্তী চিকিৎসার জন্য পন্থকে দেরাদূন থেকে উড়িয়ে নিয়ে আসা হতে পারে দিল্লিতে। তাঁকে দিল্লির এএইএমস-এ ভর্তি করানো হতে পারে। শ্যাম শর্মা বলেন, ''একে তো প্রতি মুহূর্তে লোকজনের ভিড় বাড়ছে। নেতা-মন্ত্রী থেকে অভিনেতা, সাধারণ মানুষ সবাই ওর সঙ্গে দেখা করতে চিয়াছে। সেইজন্য পন্থের পরিবারের লোকজন খুবই চিন্তিত। এরমধ্যে আবার অন্য রোগীদের সঙ্গে থাকার জন্য সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই পন্থকে প্রাইভেট ওয়ার্ডে সরিয়ে নেওয়া হল।"

পন্থকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা অনিল কাপুর ও অনুপম খের। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও হাসপাতালে যান। এছাড়া আরও অনেকে হাসপাতালে যাচ্ছেন। পন্থের যা শারীরিক অবস্থা, তাতে তাঁর পক্ষে কারও সঙ্গে কথা বলা যথেষ্ট কষ্টকর। কিন্তু তা সত্ত্বেও তাঁকে এই কাজটা করতে হচ্ছে। সেই কারণেই তাঁকে স্থানান্তরিত করা হল।

রিজওয়ান সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ঋষভ পন্থের দ্রুত আরোগ্য করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।' আরেক পাকিস্তানি তারকা শাহিন আফ্রিদি লেখেন, 'ঋষভ পন্থের জন্য প্রার্থনা করছি।' প্রাক্তন পাকিস্তান অধিনায়ক তথা ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিক লেখেন, 'সদ্যই ঋষভ পন্থের দুর্ঘটনার বিষয়ে অবগত হলাম। ঋষভ তোমার জন্য প্রার্থনা করছি এবং অনেক শুভকামনা রইল। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি, তাড়াতাড়ি সেরে ওঠো ভাই।'

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্ঘটনা খেলা
Related News