প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন

banner

#Pravati Sangbad digital Desk:

বছরের শুরুতেই সংগীত জগতে নক্ষত্রপতন।
চলে গেলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন ।ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। হাসপাতালেও ভরতি করা হয়েছিল। সোমবারই ৮৯ বছরের শিল্পীকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই মঙ্গলবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার তাঁর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। নতুন বছরের দ্বিতীয় দিনেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। রাতে বাড়ি ফেরানো হয় শিল্পীকে। কিন্তু, ফের মধ্যরাত থেকে অবস্থার অবনতি হয়। গায়িকার   শারীরিক অবস্থা  অত্যন্ত সংকটজনক বলেই জানা গিয়েছিল। শেষ পর্যন্ত জীবনের লড়াইয়ে হার মানলেন তিনি। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়িকা। মায়ের মৃত্যুর খবর সোশাল মিডিয়ায় জানান শিল্পী শ্রবাণী সেন । নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, "আজ মা ভোরে চলে গেলেন।"

পরিবারের তরফে জানানো হয়, বার্ধ্যক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী। সম্প্রতি তাঁর ঠান্ডা লাগে। ফলে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বয়সের কথা মাথায় রেখে তাঁকে হাসপাতালে ভর্তি না করে প্রথম দফাই  বাড়িতেই চিকিৎসার কথা স্থির করা হয়। কিন্তু, পরিস্থিতি বেগতিক দেখে সুমিত্রা সেনক শেষ পর্যন্ত গত ২১ ডিসেম্বর তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

অনেক কম বয়সেই 'গীতবিতান'-এ গান শেখা শুরু সুমিত্রা সেনের ।'বৈতানিক'-এও সঙ্গীতের পাঠ নেন । তবে, প্রাথমিক পাঠ মায়ের কাছেই । পরবর্তীকালে শিক্ষাগুরু হিসেবে অনাদি দস্তিদার, প্রদ্যুত নারায়ণ, সুরেন চক্রবর্তী, শ্রীমতি রাধারানি, সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের মতো সঙ্গীত ব্যক্তিত্বদের সংস্পর্শে আসেন ।
রবীন্দ্রনাথ ঠাকুরের বহু গীতিনাট্য, গীতিআলেখ্য, নৃত্যনাট্যের গানে সুমিত্রা সেনের গলা শোনা গিয়েছে। সুচিত্রা সেনের লিপে তাঁর রবীন্দ্রসংগীত  অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। 'মেঘ বলেছে যাব যাব', 'বিপদে মরে রক্ষা করো', 'ঘরেতে ভ্রমর এল', 'সখি ভাবনা কাহারে বলে', 'রাঙিয়ে দিয়ে যাও'-এর মতো রবীন্দ্রসংগীতগুলি তাঁর কণ্ঠে চিরস্মরণীয়। পাশাপাশি 'শাপমোচন', 'মায়ার খেলা' নৃত্যনাট্যের গানও শোনা গিয়েছে এই প্রখ্যাত শিল্পীর গলায়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা সংগীতজগৎ। ইতিমধ্যেই অসংখ্যা অনুরাগী এবং সংগীতজগতের বহু মানুষ সুমিত্রা সেনের প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছেন ।  সংবাদ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, সুমিত্রা সেনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি শোকবার্তায় লিখেছেন, 'বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। রবীন্দ্রসঙ্গীতের অগ্রগণ্য শিল্পী সুমিত্রা সেন দীর্ঘ কয়েক দশক ধরে নিজস্ব গায়কিতে  শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। প্রশিক্ষক হিসাবে তিনি অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গেছেন। পশ্চিমবঙ্গ  সরকার তাঁকে ২০১২ সালে 'সঙ্গীত মহাসম্মান'  প্রদান করে। সুমিত্রা সেনের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড়  সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুমিত্রাদির দুই কন্যা ইন্দ্রাণী ও শ্রাবণী এবং সুমিত্রাদির পরিবার-পরিজন ও  অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

 প্রসঙ্গত ,রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রার দুই কন্যাও বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তাঁর বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন। কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন।

Journalist Name : Susmita Das

Related News