বিশ্বকাপ ট্রফি হাতে ইতিহাস গড়লেন দীপিকা

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

ভারতের সীমানা পেরিয়ে অনেক আগেই আন্তর্জাতিক তারকা বনে গেছেন তিনি! কান ফেস্টিভালের নিয়মিত মুখ দীপিকা পাডুকোন। এবার এই বলিউড অভিনেত্রী বিশ্বকাপ ফুটবলেও গড়লেন ইতিহাস। 
দীপিকা পাডুকোন প্রথম ভারতীয় হিসেবে ফিফা ট্রফি উন্মোচন করেন। সুপারস্টার এবং ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক গ্লোবাল অ্যাম্বাসাডর বিশ্বকাপের ট্রফিটিকে একটি বিশেষ ট্রাকে করে নিয়ে যান লুসাইল স্টেডিয়ামে এবং এটি উন্মোচন করেন।
কাতার বিশ্বকাপে ট্রফি উন্মোচনের আগেও কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দীপিকা। জুরি বোর্ডের সদস্য ছিলেন। ফের বৈশ্বিক মঞ্চে আলো ছড়ালেন বাজিরাও মাস্তানির এই নায়িকা। 

৬.১৭৫ কেজি ওজনের ট্রফিটি। ১৮-ক্যারেট সোনা এবং মালাচাইট দিয়ে তৈরি। ট্রফি উন্মোচনের বিষয়টি প্রাক-ম্যাচ অনুষ্ঠানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রাক্তন স্প্যানিশ ফুটবলার, ইকার ক্যাসিলাস ফার্নান্দেজ ছিলেন দীপিকার সঙ্গে।
একটি সাদা শার্ট, বাদামী ওভারকোট, কালো বেল্ট পরেছিলেন তিনি। এবং এরসঙ্গে একটা প্রাণখোলা হাসি যেন অভিনেত্রীকে আরও সুন্দর করে তুলেছিল। স্টেডিয়ামে লক্ষ লক্ষ ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছিল অভিনেত্রীর দিকেই। এ যেন ভারতের গর্বের চূড়ান্ত পর্ব।
'গোল্ডেন রেসিও অব বিউটি' অনুসারে বিশ্বের সেরা ১০ সুন্দরী মহিলাদের তালিকায় একমাত্র ভারতীয় হওয়ার জন্য দীপিকা পাডুকোনকে এই পদের জন্য ঠিক করা হয়েছে। এছাড়াও দীপিকা পাডুকোন একমাত্র ভারতীয় যিনি বিলাসবহুল ব্র্যান্ড এবং এমনকি পপ কালচার ব্র্যান্ডগুলির জন্য বিশ্বব্যাপী মুখ হিসাবে পরিচিত।
ইতিমধ্যে ছবির প্রথম গান ‘বেশরম রং’–এ পোশাকের জন্য সমালোচিত হন দীপিকা। তাঁর পোশাক নিয়ে অভিযোগ তুলে ছবি বয়কটের ডাকও দিয়েছেন অনেকে। এ ছাড়া তাঁর গেরুয়া রঙের পোশাক নিয়ে ফুঁসে উঠেছে অনেকগুলো ধর্মীয় সংগঠন।

Journalist Name : Sampriti Gole

Related News