কলকাতা চলচ্চিত্র উৎসবে তারকাদের নিয়ে বসেছে চাঁদের হাট !

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

শীতকালে মহানগর সেজে ওঠে আলাদা সজ্জায়। শীতকাল মানেই কলকাতার বুকে দেখা যায় বিভিন্ন মেলা , উৎসব। এছাড়াও থাকে আলোকসজ্জা। সব মিলিয়ে এক রঙিন স্বপ্নের শহর হয়ে ওঠে কলকাতা। এরমধ্যেই কলকাতায় শুরু হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যে উৎসব এক করে এপার বাংলা ও ওপার বাংলাকে।  বহু মানুষের সমাগম হয় এখানে। বাংলাদেশ থেকে বহু মানুষ ছুটে আসেন এই উৎসবের তাড়নায়। দুই বাংলা মিলেমিশে এক হয়ে যায়। 

এবারের ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী।  কলকাতার দুই জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর সাথে একই ফ্রেমে দেখা যায় বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে। সৃজিত মুখোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রাম থেকে সেই ছবি পোস্ট করেছেন নিজেই৷ এবছর প্রথমবার কলকাতার চলচ্চিত্র উৎসবে এসে উপস্থিত থাকা, শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়া, এমনকি কথা বলা, নতুন ছবি দেখা এসব নিয়ে আনন্দে আত্মহারা চঞ্চল চৌধুরী।

বিশেষ সংবাদমাধ্যমকে তিনি জানান, '' অনেক ভালো লেগেছে। এই উৎসবে এসে অনেক সম্মানিত বোধ করছি। শুধু আমি নই, আমার দেশের সকল মানুষও আমাকে এমন মহারথীদের সঙ্গে একই মঞ্চে সম্মানিত হতে দেখে খুবই আনন্দিত। আমার জীবনের একটি স্মরনীয় মুহূর্ত হয়ে থাকবে। কৃতজ্ঞতা জানাই আয়োজক কমিটিকে। অবশ্যই মমতা দিদির প্রতি বিশেষ কৃতজ্ঞতা আমাকে সম্মানিত করার জন্য "।

কিছুদিন আগেই সৃজিত মুখোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে চঞ্চল চৌধুরীর জন্য লিখেছিলেন , " চঞ্চল চৌধুরীর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত বিভিন্ন অভিনয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য "। সেই পোস্টে অভিনেতা চঞ্চল চৌধুরী উত্তর দিয়েছিলেন  , "এত বড় মূল্যায়ন!! কৃতজ্ঞতা ও ভালবাসা দাদা"।

সবমিলিয়ে জমজমাট এক পরিবেশ তৈরি হয়েছে অনুষ্ঠানে। চারিদিকে তারকাদের ভিড়ে অনুষ্ঠান পূর্ণতা পেয়েছে অনেকখানি। বলিউড কিং শাহরুখ খানের উপস্থিতি আলাদা মাত্রা এনে দিয়েছিল এখানে। সকলেই উদগ্রীব হয়েছিলেন তাঁর অপেক্ষায়। টলিউড হোক বা বলিউড শাহরুখ খানের ভক্ত ছড়িয়ে রয়েছে সব জায়গায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভশ্রী গাঙ্গুলি , শ্রাবন্তী ও আরো অনেক টলিউড তারকারা। এছাড়াও দেখা গিয়েছিল রাণী মুখাজ্জী , অরিজিৎ সিং, অমিতাভ বচ্চন ও বচ্চনপত্নি জয়া ভাদুরিকেও।

Journalist Name : Papri Chakraborty

Related News