Flash news
    No Flash News Today..!!
Thursday, March 28, 2024

জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের কোন স্থানে এবং দিকে রাখবেন অ্যাকোয়ারিয়াম

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

মাছ পুষতে কার না ভাল লাগে বলুন! ছোট ছোট লাল নীল মাছেরা সবারই বেশ প্রিয়। এখন তো আবার অনেকে ভ্যালেন্টাইন গিফ্ট হিসেবেও গোল্ট ফিশ প্রেজেন্ট করে থাকেন। কিন্তু প্রশ্নটা হল বাড়িতে মাছ পোষা কি আদৌ উচিত?এই বিষয়ে হওয়া একাধিক গবেষণায় দেখা গেছে বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখলে কোনও ক্ষতি তো হয়ই না, উল্টে অনেক উপকার পাওয়া যায়।কিন্তু আপনি কি জানেন যে আপনি এটি সঠিকভাবে রাখাও গুরুত্বপূর্ণ। যদি এটি সঠিক স্থানে এবং দিকে স্থাপন করা হয় তবে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।

বাস্তু অনুসারে পজিটিভ এনার্জির জন্য মাছ ও জলের পাত্র রাখলে তা আমাদের জীবনে শুভ প্রভাব ফেলে। জলের মধ্যে মাছ যখন দ্রুত সাঁতার কাটে, তখন আরও বেশি পজিটিভ এনার্জি নির্গত হয়। এছাড়া অ্যাকোয়ারিয়ামের ভেতরে জলের আওয়াজ থেকেও পজিটিভ এনার্জি বেরোয়। এই জলের স্রোত থেকে সম্পদ ও সমৃদ্ধি বাড়ে।বাস্তুশাস্ত্র বলছে দিনে কিছুটা সময় শুধু অ্যাকোয়ারিয়ামের দিকে তাকিয়ে থাকলেও মনের উপর থেকে চাপ, উদ্বেগ, উচ্চরক্তচাপের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। মাছের সৌন্দর্য নিরীক্ষণ করে আমাদের নার্ভ শান্ত হয় এবং মাথা ঠান্ডা হয়। মনের চাপ অনেকটাই হালকা হয় মাছের দিকে তাকিয়ে থাকলে।বিশেষজ্ঞদের মতে এই সখ আপনাকে মেডিটেশনের সমান ফল প্রদাণ করে। 

 জেনে নিন   বাস্তুশাস্ত্র অনুসারে  ঘরের কোন স্থানে এবং দিকে  রাখবেন অ্যাকোয়ারিয়াম:


• খেয়াল রাখবেন ওই জায়গা থেকে যেন সম্পূর্ণ শুকনো হয়। ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় অ্যাকোয়ারিয়াম রাখা ঠিক নয়। কারণ অ্যাকোয়ারিয়ামে জল থাকে, সেই জায়গা আগে থেকেই ভেজা হলে ঘরে আর্দ্রতার ভারসাম্য নষ্ট হবে, ফলে এনার্জি ব্যালান্স ঠিক থাকবে না।
•বাস্তু অনুসারে, আপনার অ্যাকোয়ারিয়ামের কোনও মাছ মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন এবং  অ্যাকোয়ারিয়ামের তার জায়গায় একটি নতুন মাছ রাখুন। অ্যাকোয়ারিয়ামে কোনও প্রকার ময়লা থাকতে দেবেন না।
•রান্নাঘর বা শয়নকক্ষে ভুলেও অ্যাকোয়েরিয়াম রাখবেন না। এই স্থানে অ্যাকোয়েরিয়াম রাখলে তা নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়। 
•বাস্তু অনুসারে ঘরের উত্তর-পূর্ব দিকে অথবা দক্ষিণ-পশ্চিম দিকে অ্যাকোয়ারিয়াম রাখুন। উত্তর-পূর্ব দিকে অ্যাকোয়ারিয়াম রাখলে আর্থিক অবস্থা ভালো হবে, অন্যদিকে দক্ষিণ-পশ্চিম দিকে অ্যাকোয়ারিয়াম রাখলে সুখ ও শান্তি বাড়বে। ঘরের উত্তর বা পূর্ব দিকেও অ্যাকোয়ারিয়াম রাখলে শুভ ফল লাভ করা যায়। 
•বাস্তুশাস্ত্র অনুসারে, ফিশ অ্যাকোয়ারিয়াম সবসময় ড্রয়িং রুমে রাখা উচিত।  এটি  হল  বাড়ির কেন্দ্রীয় অংশ যা বাড়ির সমস্ত এলাকা একে অপরের সাথে সংযুক্ত করে। তাই এখানে মাছের অ্যাকোয়ারিয়াম রাখলে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে।
•অ্যাকোয়েরিয়ামে রাখা জলের সঙ্গে জড়িত বাস্তু নিয়মও মেনে চলা উচিত। নির্দিষ্ট সময় অন্তর অন্তর অ্যাকোয়েরিয়ামের জল পাল্টাতে থাকুন। এর ফলে এতে উপস্থিত নেতিবাচক শক্তি সমাপ্ত হয়। নিয়মিত জল না-পাল্টালে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবং বাড়ির সুখ-শান্তি নষ্ট হয়।

Journalist Name : Susmita Das