' কথামৃত ' এর ঝুলিতে রয়েছে চারটি পুরস্কার

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

"কি অদ্ভুত শব্দ দেখুন, কথামৃত,মাঝখান থেকে কেটে দিলে ' কথা ' 'মৃত '।আবার জুড়ে দিলে ' কথা ' ' অমৃত ' "।

জিৎ চক্রবর্তী পরিচালিত এই ' কথামৃত ' ই মানুষের মনে জায়গা করে নিয়েছে।পেয়েছে চারটি পুরস্কার।গত ১৮ ই নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি ।আর তারপর থেকেই পেয়েছে প্রচুর প্রশংসা।সম্প্রতি হায়দ্রাবাদ এ অনুষ্ঠিত হলো তেলেঙ্গানা বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল - আয়না।সেখানে বেস্ট ফিল্ম,বেস্ট অ্যাক্টর - কৌশিক গঙ্গোপাধ্যায়, বেস্ট ডিরেক্টর - জিৎ চক্রবর্তী ও বেস্ট অরিজিনাল স্টোরি ক্যাটাগরি তে চারটি পুরস্কার পেয়েছে ' কথামৃত ' এর টিম।

গল্পের মূল চরিত্রে রয়েছেন অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী অপরাজিত আঢ্য।এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু,অদিতি চট্টোপাধ্যায়।

গল্পটি আবর্তিত হয়েছে একটি মধ্যবিত্ত সুখী দম্পতি এর সংসার জীবন নিয়ে।গল্পে অপরাজিত আঢ্য হলেন সুলেখা গাঙ্গুলি এবং তার স্বামী সনাতন গাঙ্গুলি ( কৌশিক গঙ্গোপাধ্যায়) ।তাদের এক ছেলে রয়েছে ,রিক।
সুলেখা এর স্বামী কথা বলতে পারেন না।তবু তাদের দীর্ঘদিনের সংসার জীবনে একটুও মিষ্টতা কমেনি।তাদের সংসার টি কে প্রতিবেশীরা খুব ভালোবাসেন।সনাতন বাবুর অবলা কথা তার পরিচিত মানুষেরা বুঝতে পারেন।তবুও তিনি ছোট্ট একটি ডায়েরি রাখেন,তাতে লিখেই নিজের মনের ভাব ব্যক্ত করেন।তার সেই ডায়েরি এর নাম ' কথামৃত '।

মুক্তি পাওয়ার অল্প দিনের মধ্যেই মানুষের মন কেড়েছে সিনেমা টি।আর ঝুলিতে ভরে নিয়েছে চার চার টি পুরস্কার ও।।

Journalist Name : Srimita Sasmal

Related News