স্বপ্নপূরণের পর এখনই অবসর নয়, খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা মেসির

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

ফিফা ওয়ার্ল্ড কাপ 2022  ফাইনালে ফ্রান্সকে হরিয়ে আর্জেন্টিনা   তৃতীয়বার ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে। এই অসাধারণ মহাকাব্যের লেখক লিওনেল মেসি। নিজের  দক্ষতায় টিমকে চ্যাম্পিয়ান করলেন এবং ৩৬ বছর পরে আর্জেন্টিনার স্বপ্ন পূরণ করলেন। স্বপ্নপূরণের পর এখনই অবসর নয়, খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা মেসির। 

  কাতারের লুসেল স্টেডিয়াম সাক্ষী থাকল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে রুদ্ধশ্বাস এক ফাইনালের। লিওনেল মেসির আর্জেন্টিনা যতবারই এগিয়েছে ততই বাধা হয়ে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ফ্রান্সের প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে যখন সমালোচনার ঝড়, দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে বদলে গেল ম্যাচের মোড়। পেনাল্টি থেকে গোল এমবাপের। মিনিটখানেকের মধ্যে এমবাপের দ্বিতীয় গোল। এরপর ম্যাচ গড়িয়েছে পেন্ডুলামের মতো। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ ছিল। অতিরিক্ত সময়ে মেসি ও এমবাপে দু’জনের পায়ে গোল আসে। ৩-৩ স্কোর নিয়ে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব উঠল আর্জেন্টিনার মাথায়। কেরিয়ারের শেষ বিশ্বকাপটা বর্ণময় হয়ে থাকল লিওনেল আন্দ্রেস মেসির। 

 ১৯৭৮, ১৯৮৬-র পর ২০২২ বিশ্বকাপে জিতে আর্জেন্টিনার দখলে গেল তৃতীয় বিশ্বকাপ খেতাব।  জীবনের পঞ্চম বিশ্বকাপে নেমে অধরা বিশ্বকাপ জিতলেন মেসি।
 ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন মেসি। তবে, জার্মানির বিরুদ্ধে অতিরিক্ত সময়ের খেলায় গোল খেয়ে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। দল বিশ্বকাপ জিততে না পারলেও, সেরা ফুটবলার হয়েছিলেন মেসি।
ওইদিন, জোড়া গোল করে বিশ্বকাপ জিতে দুনিয়া সেরার তকমা নিয়ে মেসি মাঠ ছাড়লেন। কাতার বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হলেন মেসি। বিশ্বকাপে মোট ১৩টি গোল করে পেলেকেও ছাপিয়ে গেলেন মেসি।

কাপ  হাতে মেসি বলেন, “ট্রফি নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। এর থেকে বেশি আর কিছু চাইতে পারি না। কোপা আমেরিকার পর বিশ্বকাপ। ভাবতেই পারছি না। 
এর পর কী হবে? এখনই বলতে পারব না। ফুটবল খেলতে ভালবাসি। জাতীয় দলের হয়ে খেলা আমাদের কাছে গর্বের। আশা করি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আরও কয়েকটা ম্যাচ খেলব। তার পর অবসর নেব।”
বিশ্বকাপ জয়ের রাতেই মেসি জানিয়েছেন, ‘‘যে ভাবে ফুটবল জীবন শেষ করতে চেয়েছিলাম, সে ভাবেই শেষ করতে পারছি। এই একটা জিনিসই আমার ছিল না। আর কিচ্ছু চাই না আমার।’’
বিশ্বকাপ জয়ের রাতে আর্জেন্টাইন সমর্থকদের কথাও ভোলেননি মেসি। বলে গেলেন, ‘আমি আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে উৎসব করতে মুখিয়ে আছি। এই জয় ওদেরও। ওরাই আমাদের শক্তি। একটানা সমর্থন করে গিয়েছেন ওরা। ওদের জন্যই এত দূর আসা। এই জয়।’
আর্জেন্তিনার কোচ স্কালোনি বলেন, ''পরবর্তী বিশ্বকাপের জন্য আর্জেন্তিনা স্কোয়াডে মেসি থাকবেন, যদি ওঁ খেলতে চায়। ওঁর মত প্লেয়ারের কোচ হওয়াটাও ভাগ্যের ব্যাপার।'

Journalist Name : Susmita Das

Related News