দিল্লি-যাত্রা ঠেকাতে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

অনুব্রত মণ্ডলের  মামলায় একের পর এক নয়া মোড়। এবার দিল্লি হাইকোর্টের  দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি একটি মামলা দায়ের করেছেন। এই মর্মে আজ দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের  মামলার শুনানির হবে বলে সংবাদ সুত্রের মাধ্যমে জানা গিয়েছে । উল্লেখ্য,সোমবারই গরুপাচার মামলায় কেষ্টকে দিল্লি   নিয়ে গিয়ে জেরার অনুমতি দেওয়া হয়েছে ED-কে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সোমবারই দিল্লির এই বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছিল। অনুব্রতকে যাতে দিল্লি না নিয়ে যেতে হয়, তার জন্য বারবারই সওয়াল করতে দেখা গিয়েছে তাঁর আইনজীবী কপিল সিব্বলকে।

এদিকে, নতুন করে একটি পুরনো মামলায় এদিন গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। তাঁকে সাতদিনের পুলিশি হেফাজত দেওয়া হয়। সেই ফাঁকেই ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অনুব্রতর আইনজীবীরা।

 প্রসঙ্গত,২০২১ সালে দল বদলানোর চেষ্টা করায় এক তৃণমূল কর্মীর গলা টিপে ধরে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এক বছরের পুরনো সেই অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর থানায় FIR করেন আক্রান্ত তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডল। এই মামলায় আসানসোল জেল থেকে এনে দুবরাজপুর আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। অভিযুক্ত নেতাকে ১৪দিনের জেল হেফাজতে নেওয়ার আর্জি জানায় রাজ্য পুলিশ। আদালত অভিযুক্ত নেতাকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

এ দিকে কেষ্ট মামলার নয়া মোড় নিয়ে রাজনৈতিক মহলে নেমেছে বিতর্কের ঝড়।  এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী “কোর্টের ব্যাপারে কথা বলব না। কিন্তু কয়লা চোর বালিচোর বাঁচাতে সরকার যা করছে তার পরিণতি খারাপ।” রাউস অ্যাভিনিউ কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে এর আগেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেষ্ট। কিন্তু আদালত সেই আবেদন পত্রপাঠ নাকচ করে দেয়। তবে কেষ্টর তিহাড় যাত্রা রুখতে এবার ফের সেই দিল্লি হাইকোর্টই ভরসা।

"এর পর কোন দিকে যেতে পারে কেষ্ট মামলা?"  এই প্রসঙ্গে, আইনজীবী মহলের একাংশের মতে, প্রথমত দিল্লি হাইকোর্ট সব পক্ষকে নোটিশ জারি করতে পারে। অথবা পরবর্তী শুনানির দিন ধার্য করতে পারে হাইকোর্ট। অনুব্রতর আইনজীবি কপিল সিব্বলের আবেদনে স্থগিতাদেশের নির্দেশ দিতে পারে আদালত, আবার রাউস অ্যাভিনিউ কোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দিতে পারে এমন সম্ভাবনাও রয়েছে।

ঠিক কী ঘটতে চলে আজ, তবে কী বানচাল হবে কেষ্টর তিহাড় যাত্রা! এই সব প্রশ্নের উত্তর মিলবে আজই।

Journalist Name : Susmita Das

Related News