মাদককাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান গ্রেফতার

banner

#মুম্বাই:

মাদককাণ্ডে গেফতার হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। গত বছর মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হতে হয়েছিল রিয়া চক্রবর্তীকেও। আর এই দুই মামলাতেই রিয়া ও আরিয়ানের হয়ে যে ব্যক্তি আইনি লড়াই লড়েছিলেন তিনি সতীশ মানশিন্ডে, বলিউডের ‘ভরসাযোগ্য’ আইনজীবী।

১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত। সে সময়ও আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকেই। এ ছাড়াও বলিউডের বহু হাই প্রোফাইল কেস বহুদিন ধরে সামলাতে দেখা গিয়েছে তাঁকে। আরিয়ানের ক্ষেত্রেও তাই পরিবারের ভরসাস্থল এই দুঁদে আইনজীবীই।


রবিবারই মাদককাণ্ডে গ্রেফতার হন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁর বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ উঠেছে। কর্ডেলিয়া ক্রুজ নামক এক প্রমোদতরণীতে তিনদিন এক মিউজিক্যাল যাত্রার আয়োজন করা হয়েছিল। বলিউড, ফ্যাশন ও বাণিজ্যজগতের সদস্যরা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। ক্রে’আর্ক নামক ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্যাশনটিভি ইন্ডিয়া ।

সূত্র মারফত  শনিবার রাতে গোয়াগামী এক ক্রুজে তল্লাশি চালিয়ে বেশ কিছু মাদক আটক করে এনসিবি৷ সেখানেই ৮ জন সহ আটক করা হয় শাহরুখ পুত্র আরিয়ানকে৷ দীর্ঘ জেরার পর তাকে গ্রেফতার করা হয়৷ অ্যারেস্ট মেমোয় আরিয়ান জানিয়েছেন যে, কেন তাকে গ্রেফতার করা হয়েছে তা তিনি বুঝতে পেরেছেন এবং সেই কথা পরিবারকে জানিয়েছেন৷ তার আরও বক্তব্য যে এই প্রথমবার তিনি নিষিদ্ধ মাদক সেবন করেছিলেন৷


 আরিয়ান গ্রেফতার হওয়ার পরেই সতীশ মানশিন্ডে তাঁকে এনসিবির হেফাজতে একদিন রাখার অনুরোধ জানিয়েছিলেন। যদি সতীশ তা না করে শুধুমাত্র জামিনের আবেদন করতেন তবে, তা কোনও কারণে খারিজ হয়ে গেলে আরিয়ানের জেল হেফাজত হতে পারত রবিবার রাতেই। আপাতত ৪ অক্টোবর অবধি এনসিবির হেফাজতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে আরিয়ানকে।

Journalist Name : Shubhadip Das

Related News