করোণায় মৃতের সংখ্যা নিয়ে সঠিক তথ্য দিতে নারাজ চীন !

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

যখন সারা পৃথিবী করানোর ভয় থেকে স্বস্তি পেয়েছিল তখনই আবার মাথা চারা দিয়ে উঠলো করোনা। ২০১৯ সালের শেষের দিকে দেখা দিয়েছিলো কোভিড ভাইরাস। এক নিমেষে সমস্ত কিছু ওলোট পালিত করে দিয়েছিল এই ভাইরাস। ২০২০ সালে স্তব্ধ হয়ে গেছিলো মানুষের জীবনযাত্রা। চারিদিক থেকে ভেসে আসছিলো কান্নার শব্দ। বহু মানুষ হারিয়েছিল নিজের প্রিয়জনদের। 

চীনে ছড়িয়ে পড়া এই ভাইরাস গ্রাস করেছিল সমগ্র বিশ্বকে। তবে যখনই কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছিল চীন, ঠিক তখনই চিনে আবারও দেখা দেয় করোনা। ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় চীনে। হাসপাতালগুলিতে পড়ে গেছে লম্বা লাইন রোগীদের। বেজিং থেকে শুরু করে চিনের অন্যান্য শহরগুলিতে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে হাসপাতালে দেখা দিয়েছে বেডের ঘাটতি।

চীনে কোভিডে মৃতের সংখ্যা সরকারি অনুসারে ৫২৪১-এরও বেশি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে , প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি। সরকারি তথ্য অনুযায়ী চিনে ৩,৮৯,৩০৬ টি সংক্রমণের ঘটনা ঘটেছে। তবে এখনো চীন বেশ কিছু ক্ষেত্রে সঠিক তথ্য দিচ্ছে না। এই পরিস্থিতিতে আবারও সমালোচনার মুখে পড়েছে চিন।

 লন্ডন ভিত্তিক এয়ারফিনিটি অনুমান করেছে চিনে করোনার অন্তত ২টি ওয়েভ দেখা যাবে। একটি জানুয়ারির মাঝামাঝি ও অপরটি মার্চের শুরুতে। প্রতিবেদনে জানানো হয়েছে , কোভিডের সর্তকতা নিয়মে ছাড় দেওয়ার পরই চিনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। যা এই মুহূর্তে ভয়াবহ এক আকার নিয়েছে।

চিনের বেশ কিছু জায়গায় করোনা টেস্ট হচ্ছে না বলে অভিযোগ ওঠে। দাবি করা হচ্ছে, অফিসিয়াল ডেটা ও প্রকৃত ডেটার মধ্যে পার্থক্য রয়েছে অনেক। চিনে শুধুমাত্র নিউমোনিয়া বা শ্বাসকষ্টের কারণে মৃত্যুগুলিই কোভিড মৃতের সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Journalist Name : Papri Chakraborty

Related News