দিঘায় দেখা মিললো না সূর্যের আলোর ; বড়োসড়ো পরিবর্তন আবহাওয়ায় !

banner

#Pravati Sangbad digital Desk:

কলকাতায় শীতের হাওয়া কমলেও , কমেনি সব জায়গায়। বেশ কয়েকদিন ধরে শীতের দাপটে নাজেহাল হচ্ছিল শহরবাসী। ঝোড়ো হাওয়ার দাপটে হিমশিম অবস্থা ছিল সকলেরই। তবে এবার কিছুটা বেড়েছে তাপমাত্রা।

দিঘায় সারাবছরই বহু পর্যটক আসেন। তবে বর্তমানে দীঘার আবহাওয়ার এক বিরাট পরিবর্তন ঘটেছে , যা পর্যটকদের জন্য মোটেই ভালো নয়।

 মকর সংক্রান্তিতে সূর্যের আলো দেখা যাবে না দিঘায়। শুধু দীঘা নয় , পূর্ব মেদিনীপুর জেলার বহু জায়গায় সকাল থেকেই আকাশে দেখা যাচ্ছে না সূর্যের আলোর ছটা। আগামী কয়েক দিন আংশিক মেঘলা আকাশ থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা। 

 ১৩ ই জানুয়ারি অর্থাৎ শুক্রবারের আবহাওয়া দফতর সূত্রে জানা যায় দিঘায় শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে বড় ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭০ শতাংশ। 

২৪ ঘণ্টায় কোনো বৃষ্টির দেখা মেলেনি দিঘায়। দিঘায় সকাল থেকেই আকাশ মেঘলা থাকলেও দুপুরের পর সূর্যের আলো দেখা যাবে বলে মনে করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

 তমলুকের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় এখানে তাপমাত্রা প্রায় একই থাকবে।

হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬২ শতাংশ।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন ১৪ডিগ্রি সেলসিয়াস। তবে দুপুরে আকাশ পরিষ্কার থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

Journalist Name : পাপড়ি চক্রবর্তী

Related News