বাড়িতে পোষ্য প্রাণীকে একা রাখার জন্য জেনে নিন কিছু টিপস

banner

#Pravati Sangbad digital Desk:

আছেন যাঁরা বাড়িতে কুকুর , বিড়াল বা অন্য কোনো পোষ্য রাখতে ভালোবাসে। পরিবারের সবার সাথে থাকতে থাকতে তারাও পরিবারের একটি সদস্য হয়ে ওঠে।  বাড়িতে থাকা সদস্যদের মতোই সমান প্রাধান্য পায় তারা।

বাড়ির লোকেরা তাদের আদর যত্নেই রাখে। এরা যথেষ্ট বিশ্বস্ত প্রকৃতির হয়ে থাকে। পরিবারের লোকেদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। বিশেষত এরা একা থাকা পছন্দ করে না। কিন্তু অনেক ক্ষেত্রেই কোনো কারণে পোষ্যদের বাড়িতে একা রেখে যেতে হয়। 

তবে এমন অনেক সময় দেখা যায় মালিক বা পোষ্য কেউই কাউকে ছেড়ে থাকতে পারে না। এই সমস্ত বিশেষ কিছু নিয়ম মেনে চলা দরকার। পোষ্যকে বাড়িতে একা থাকার বিশেষ প্রশিক্ষন দেওয়া উচিত।

 এমন কিছু নিয়ম জেনে নিন যাতে পোষ্যকে বাড়িতে একা রাখতে অসুবিধা না হয়।

১. পোষ্যকে বেড়াতে নিয়ে যাওয়া দরকার :

পোষ্যকে বাইরে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া যেতে পারে। এর ফলে তাদের সাথে এক সুসম্পর্ক তৈরি হবে। বাইরে বেরোবার সময় তাদের জন্য কিছু খেলনা সাথে রাখা ভালো। এতে তারা সেই সমস্ত খেলনার সাথে নিজেদের ব্যস্ত রাখতে পারে। 

২. তাদের থাকার জায়গা সীমাবদ্ধ করা :

বাড়িতে একটা নির্দিষ্ট ঘর রাখতে হবে যেখানে তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবে। অনেকেই কুকুর , বিড়াল বা অন্য কোনো পোষ্যোর ঘুমানোর জন্য বিশেষ জায়গার ব্যাবস্থা রাখে। তাই বাড়িতে একটি ঘরে তাদের সীমাবদ্ধ করতে হবে।

৩. বিনোদের ব্যবস্থা রাখা :

 টেলিভশন বা রেডিও চালু রেখে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। কোনো টক শো চালিয়ে রাখা যেতে পারে তাদের সেখানে। তবে ভলিউম অবশ্যই কম রাখতে হবে।

৪. পরিষ্কার জল ও খাবার :

তাদের জন্য একটি পাত্রে জল ও পর্যাপ্ত খাবার রেখে যেতে হবে।

Journalist Name : পাপড়ি চক্রবর্তী

Related News