চঞ্চল চৌধুরি না মৃণাল সেন? 'ধরতে পারবেন না..', বছর শেষে বড় চমক সৃজিতের

banner

#Pravati Sangbad digital Desk:

অবিকল যেন মৃণাল সেন! চোখে মোটা ফ্রেমের চশমা। তীক্ষ্ণ দৃষ্টি। পরনে সাদা ফতুয়া পাঞ্জাবী। দু' আঙুলের ফাঁকে ধরা সিগারেট নিয়ে চোখেমুখে সেই এক অভিব্যক্তি! কিংবদন্তী পরিচালক মৃণালের অবতারে চঞ্চল চৌধুরির ভোলবদল যেন হতবাক করে দেয়।

শুরুয়াতেই ছক্কা হাঁকালেন সৃজিত মুখোপাধ্যায়। চঞ্চলের পাশাপাশি মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামী ঘোষের লুকও প্রকাশ্যে এসেছে এদিনই। তাঁর শারীরিক গড়ন ও চেহারার আদলও অনেকটাই যেন মিলে গিয়েছে। কমবয়সি মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন কোরাক সামন্ত। সেই লুকও অবিশ্বাস্য। সৃজিতের জহুরির চোখ বটে! তবে এমন রূপটানের জন্য সোমনাথ কুণ্ডু অবশ্যই প্রশংসার দাবিদার।
'পদাতিক' আসছে ফিরদৌসুল হাসান ও প্রবাল হালদারের নিবেদনে, ফ্রেন্ডস কমিউনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশনসের ব্যানারে। এর আগে এই প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তিপ্রাপ্ত এই ঘরানার ছবি 'অপরাজিত' ও 'মহানন্দা' দারুণ প্রশংসিত। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি দেন মৃণাল সেন। সম্প্রতি তাঁর জীবন থেকে অনুপ্রাণিত ছবির ঘোষণা করেন সৃজিত মুখোপাধ্যায়। যা সামনে আসতেই দারুণ উৎসাহিত দুই বাংলার দর্শকেরা।
কোনও বিশেষ ব্যক্তিকে পর্দায় ফুটিয়ে তুলতে অভিনেতাদের বহু পরিশ্রম করতে দেখা যায়। বিশেষত যদি কারও বায়োপিক হয়, হাঁটা- চলা- আদবকায়দা এসবই আয়ত্ত করতে হয়। বাঁচতে হয় যেন 'সেই' মানুষটি হয়ে। এরকম দৃষ্টান্ত বহু শোনা গেছে। মৃণাল সেনের মতো লুক এবং তাঁর ভূমিকায় পর্দায় ধরা দিতে প্রচুর হোম ওয়ার্ক করতে হচ্ছে চঞ্চল চৌধুরীকে। এই মাসেই শুরু হবে ছবির শ্যুটিং। আপাতত কলকাতা শহরেই হবে শ্যুটিং। 
শেষবার অনীক দত্তর অপরাজিতর জন্য জিতু কামাল-এর লুক ঠিক যেমন সিনেপ্রেমীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল, এবার সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক-এর জন্য মৃণালের বেশে চঞ্চলকে দেখে ঠিক ততটাই উচ্ছ্বসিত অনুরাগীরা। ফ্রেন্ডস কমিউনিকেশন-এর তরফে প্রকাশ্যে আনা হয়েছে চঞ্চল, মনামী, কোরক প্রত্যেকের লুক। প্রযোজক ফিরদৌসুল হাসান যে আবারও একটা বাজিমাত করতে চলেছেন, তা লুক দেখেই আন্দাজ করছেন অনেকে।
শুধুমাত্র দক্ষ অভিনেতা বলেই যে পদ্মাপারের শিল্পী চঞ্চল চৌধুরিকে মৃণাল সেনের ভূমিকায় কাস্ট করা হয়েছে তা নয়, রয়েছে আরেকটি কারণও। 'প্রথমত, মৃণালের চেহারার সঙ্গে অদ্ভূত সাদৃশ্য রয়েছে চঞ্চলের। এমনকী কিংবদন্তী পরিচালকের মতোই তাঁর দৃষ্টি এবং অভিব্যক্তি অত্যন্ত তুখড় এবং সজাগ। প্রকাশিত লুকে তা অনেকটাই ফুটে উঠেছে। দ্বিতীয়ত সৃজিতের কথায়, 'মৃণাল সেনের মতোই চঞ্চলের রাজনৈতিক দর্শন ও সামাজিক-রাজনৈতিক দৃষ্টিভঙ্গি।' যা দেখার জন্য রিলিজ অবধি অপেক্ষা করতেই হবে।
প্রসঙ্গত, ডিসেম্বর মাসের ৩০ তারিখেই সকলকে চমকে দিয়ে 'পদাতিক' সিনেমার কথা ঘোষণা করেন সৃজিত। চলতি জানুয়ারির মাঝামাঝি থেকেই শুরু হচ্ছে শুটিং। লকডাউনের সময়ই মৃণাল সেনের বায়োপিকের চিত্রনাট্য লিখে ফেলেছিলেন সৃজিত। প্রথমটায় ভেবেছিলেন ওয়েব সিরিজ করবেন। তবে পরে মৃণাল সেনের জীবনকাহিনীকে সিনেম্য়াটিকভাবে পরিবেশন করার সিদ্ধান্ত নেন সৃজিত। স্বাভাবিকভাবেই পরিসর কমাতে হয়েছে। আর সৃজিতের এই কাজে সাহায্য় করেছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন। 'পদাতিক' ছবিতে তাঁর লুকও প্রকাশ্যে এসেছে। কুণাল সেনের চরিত্রে অভিনয় করছেন সম্রাট চক্রবর্তী।
একদিকে যেমন নতুন ছবির ঘোষণা, অন্যদিকে দিন তিনেক আগেই বাবাকে হারিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। পদ্মায় বিলীন হয়ে গিয়েছে বাবার নশ্বর দেহ। মন ভাল নেই অভিনেতা, কাটছে বিনিদ্র রজনী। তাঁর কথায়, “সারা বাড়ি ময়,ঘর ময় যেন বাবা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবে,”চঞ্চল…বাবা ঘুমাইছো??”বাবার কোন কথা আর কোন দিন কানে বাজবে না,বাবাকে দেখতে পাবো না,এগুলো কোন ভাবেই মেনে নিতে পারছি না।” যে শাল বাবা গায়ে দিত, যে জায়গায় বসে বাবা রোদ পোহাত, সেই জায়গাতে বসেই চোখ ভিজে আসছে অভিনেতার। রোদের উষ্ণতা নয়, তিনি খুঁজছেন বাবার শরীরের কোমল উষ্ণতা… যা আর কোনওদিনই পাবেন না তিনি। বাবা আর ফিরবেন না তাঁর। কিন্তু ওই যে কাজ তো থেমে থাকে না। শোকের পাহাড় কাঁধে নিয়ে চঞ্চল এবার মৃণাল। বাঙালি সেন্টিমেন্ট কতটা আপন করবে তাঁকে তা বলবে সময়।

Journalist Name : Sampriti Gole

Related News