শীতের আবহাওয়ায় বৃষ্টির পূর্বাভাস বিভিন্ন জেলায় !

banner

#Pravati Sangbad digital Desk:

শীতের ঠান্ডা হাওয়ায় নাজেহাল অবস্থা হয়েছিল শহরবাসীর। ঠান্ডা যেনো এবারে চেপে বসেছে। হু হু করে বইছে উত্তরের হাওয়া। তবে কিছুদিন ধরে শীতের হাওয়া কম থাকলেও আবারও নতুন করে আসতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। 

পশ্চিমী ঝঞ্ঝা বইবে উত্তর - পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে বুধ - বৃহস্পতিবার পর্যন্ত। দিল্লি ও  উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে সোমবার থেকে বুধবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার আভাস দেওয়া হচ্ছে। 

আবহাওয়া দফতর সূত্রের খবর , আগামী চার দিন এরকমই থাকবে তাপমাত্রা। ২১ শে জানুয়ারির পর তাপমাত্রা বাড়ার সম্ভবনা রয়েছে। শীতের প্রভাব কমতে পারে শহরে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দার্জিলিং ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বিগত ২৪ ঘন্টায় হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়।

উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা থাকার আভাস দেওয়া হয়েছে। উপকূলে ও পার্বত্য অঞ্চলে মেঘলা আবহাওয়া থাকতে পারে।

কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য বাড়বে। তবে সন্ধেবেলা শীতের আমেজ থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকালের তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। 

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৮৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।

আগামিকাল থেকে তাপমাত্রা বাড়বে মধ্যপ্রদেশে। শনিবার থেকে দু-তিন দিন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে মধ্যপ্রদেশ ও মধ্য ভারতে।

শীতের ঠান্ডা হাওয়া বইবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, ইউপি, বিহার এবং মধ্যপ্রদেশে। আজ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থানে।

শুক্র ও শনিবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড-সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান চন্ডীগড় এবং উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায়।

Journalist Name : পাপড়ি চক্রবর্তী

Related News