Flash news
    No Flash News Today..!!
Tuesday, October 3, 2023

চোখের জলে ১২ হাজার কর্মীকে 'সুন্দর' চিঠিতে ‘আলবিদা’ পিচাইয়ের

banner

#Pravati Sangbad Digital Desk:

অর্থনৈতিক মন্দার জের, অ্যামাজন-মাইক্রোসফটের পর তালিকায় Google। ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে বিশ্বের বৃহত্তম টেকজায়ান্ট। সম্প্রতি আর্থিক মন্দার জেরে একাধিক সংস্থা তাদের কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। গুগল তার মূল কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেটেডের প্রায় ১২হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে।
তবে এর বড় প্রভাব পড়বে যাবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত গুগল কর্মীদের উপর। বিশ্বব্যাপী কর্মী সংখ্যা ছয় শতাংশ কমাতে চলেছে গুগল। কোম্পানির সিইও সুন্দর পিচাইও কর্মীদের এই ছাঁটাইয়ের বিষয়ে সহানুভূতি প্রকাশ করেছেন।
পিটিআই সূত্রের খবর, গুগল সংস্থার কর্মীদের 'গুগলার' বলে সম্বোধন করে মেইল শুরু করেছেন সুন্দর। তিনি লিখেছেন, ''তোমাদের সকলকে আমার একটি খারাপ খবর জানানোর রয়েছে। গুগল থেকে ১২ হাজার কর্মীকে সরিয়ে ফেলা হচ্ছে। এর জন্য আমি সত্যিই দুঃখিত। আমি জানি, এই সময়টা কতটা কঠিন। এত দিন সকলের প্রচেষ্টায় আমাদের সংস্থা সাফল্যের পথে হেঁটেছে। সকলের অবদান সত্যিই অনস্বীকার্য। এই সিদ্ধান্তের দায় সম্পূর্ণ রূপে আমার। গত দু'বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের প্রতি আমাদের বিনিয়োগ, উত্‍পাদনের ক্ষেত্রে মান এবং সঠিক পরিষেবা বজায় রেখে চলেছি আমরা।''
গুগল সংস্থা ২৫ বছর ধরে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু সংস্থা তাদের মূল লক্ষ্য থেকে সরে যায়নি বলে মেইলে লিখে জানিয়েছেন সুন্দর। যে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে তাঁদের কী কী সুবিধা দেওয়া হবে সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। চাকরি ছেড়ে দেওয়ার নোটিস পাওয়ার পর ওই কর্মীদের অন্য চাকরি খুঁজে নেওয়ার জন্য দু'মাস সময় দেওয়া হবে। এই সময়ে তাঁরা গুগলেই কর্মরত অবস্থায় থাকতে পারবেন। এমনকি, অন্য চাকরির খোঁজ দিতে সাহায্যও করা হবে সংস্থার তরফ থেকে।

সুন্দর জানান, কর্মীদের ১ বছর ৪ মাসের পূর্ণ বেতন দেওয়া হবে। তাঁরা যত বছর কাজ করেছেন তার দু'সপ্তাহের গুণিতক হিসাবে অতিরিক্ত বেতনও দেওয়া হবে। তাঁদের ৬ মাসের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন সুন্দর। পরবর্তী চাকরি সূত্রে যদি ছাঁটাই হওয়া কর্মীদের অন্য দেশে যেতে হয়, তবে সংস্থার তরফে তার দায়িত্বও নেওয়া হবে। গুগল নিজের প্রোডাক্ট, কর্মী ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবেচনা করেছে। তারপরেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই সংস্থা। আমেরিকায় কর্মরত যে সমস্ত কর্মী এই পর্যায়ে কাজ হারিয়েছেন, তাঁদের ব্যক্তিগত ভাবে ই-মেল পাঠানো হয়েছে। অন্যান্য দেশেও এই প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন পিচাই। গোটা ঘটনার দায় শিকার করে পিচাই জানিয়েছেন, যে সমস্ত গুগল কর্মীদের বিদায় জানাতে হচ্ছে, এই সংস্থার বৃদ্ধিতে তাঁদের অবদান সবসময় মনে রাখা হবে।

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News