জেনে নিন কোরিয়ানদের 'গ্লাস স্কিন' সিক্রেট

banner

#Pravati Sangbad Digital Desk:

কোরিয়ানদের গ্লাস স্কিন কেয়ার রুটিন এখন বাজার কাঁপাচ্ছে। বিউটি দুনিয়ায় বেশ জনপ্রিয় এবং ট্রেন্ডিং গ্লাস স্কিন। কোরিয়ানদের এই বিউটি রুটিন  সবার বেশ পছন্দও। কাচের মতো চকচকে ত্বক পাওয়ার জন্য খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই। সহজেই তাদের মতোই কাচের মতো ত্বক আপনিও পেতে পারেন।আজ থেকেই ব্যবহার করুন ৫ টি অসাধারন ফেসপ্যাক। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি জিনিস দিয়েই আপনি এই অসাধারণ ফেসপ্যাকগুলি তৈরি করতে পারবেন।
ওটমিল এবং মধু
কোরিয়ানদের মতো সুন্দর ত্বক পেতে ব্যবহার করুন  ওটমিল ও মধুর ফেসপ্যাক। এক কাপ ওটস, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন ভাল করে। ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সবশেষে মুখে ময়েশ্চারাইজার লাগান।
টমেটো এবং লেবু
১টি টমেটো পিষে রস বার করে নিন। টমেটোর রসে ২-৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্টটি আপনার ত্বকে লাগান। ১০ মিনিট ম্যাসাজ করে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

চালের জল
কোরিয়ানদের সুন্দর ত্বকের সবচেয়ে বড় রহস্য হল চালের জল। এটি প্রাচীনতম বিউটি হ্যাকগুলির মধ্যে একটি। চালের জলে অনেক পুষ্টি ও খনিজ উপাদান রয়েছে যা ত্বকের জন্য ভাল। এটি সহজে এবং কম সময়ে করা যায়। এর জন্য আপনাকে চাল ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে এই  জলের  কিছুটা  জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।  এরপর   বেঁচে থাকা বাকি জল থেকে   ৪ চামচ জল  ও  ১ চামচ  বেসন  দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন  এবার  সেই  পেস্টটি মুখে  ১০ মিনিট  রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
চিনির স্ক্রাব
কোরিয়ানদের  সুন্দর  ত্বকের  আরও একটি গুরুত্বপূর্ণ রহস্য  হল চিনি ।আধা টেবিল চামচ সাদা চিনি ও আধা টেবিল চামচ ব্রাউন সুগারে পরিমাণমতো জল মিশিয়ে নিন। এই পেস্টটি মুখে লাগিয়ে কয়েক মিনিট রেখে দিন। তারপর হালকা স্ক্রাব করে গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার ঘুমাতে যাওয়ার আগে এটি ব্যবহার করুন।
ভাতের ফ্যান 
আপনি যদি নিয়মিত আপনার ত্বকের উপরে ভাতের ফ্যান ভালো করেই লাগাতে পারেন তাহলেও কিন্তু আপনার ত্বক অনেক ঝকঝকে পরিষ্কার হবে, ত্বকের ওপর থেকে ওপেন পোরস একেবারে দূর হয়ে যাবে।  প্রথমে ঠান্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর ভাতের ফ্যান  ১০ মিনিট  মুখে লাগিয়ে রাখুন । তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে  ফেলুন ।

Journalist Name : Susmita Das

Tags:

Related News