জেনে নিন ঘরের কোথায় ও কোনদিকে দেওয়াল ঘড়ি রাখলে তার ফল হবে সুদূরপ্রসারী

banner

#Pravati Sangbad digital Desk:

জীবনে সময়ের মূল্য সবথেকে বেশি। কোনও কিছুর জন্য কিন্তু সময় থেমে থাকে না। সময় চলতে থাকে তার নিজের গতিতে। সময়ের মধ্যে কতটা ঠিক করে আমরা কাজ করতে উঠতে পারি- সেটাই কিন্তু আমাদের জীবনের মস্ত বড় একটা চ্যালেঞ্জ। ঘড়ির কাঁটা টিক টিক করে আমাদের জানান দেয় সময়ের। আর এই একটা ঘড়িই কিন্তু বদলে দিতে পারে আমাদের জীবন। সময়ের অভাবে অনেক কিছুই অনেক সময় হাতছাড়া হয়ে যায়। মাত্র কয়েক মাইক্রো সেকেন্ডের ব্যবধানে। আর তখন আমাদের আফশোষ করা ছাড়া আর কোনও উপায় থাকে না। এই কয়েকটি  বাস্তু নিয়ম  মেনে ঘড়ি লাগালে  অর্থাৎ ঘড়ি লাগানোর এই নিয়ম   ঠিকমতো মানতে পারলে কিন্তু জীবন হবে সুন্দর।  অতএব বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দেওয়ালে লাগানো ঘড়ি কেবল সময় দেখার যন্ত্রই নয়, এটি ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব ফেলে।  দেওয়াল  ঘড়ি লাগানোর আগে এর সঠিক দিক ও বাস্তু নিয়ম সম্পর্কে জেনে নেওয়া জরুরি।

•হিন্দু ধর্ম অনুসারে উত্তর দিকে সম্পদের দেবতা কুবেরের বাস। তাই সেদিকে ঘড়ি লাগালে অর্থলাভ হয়। পূর্বদিক হল দেবরাজ ইন্দ্রের দিক। তাই সেদিকের দেওয়ালে ঘড়ি লাগালে ক্ষমতা প্রাপ্তি হয়। আবার পশ্চিম দিক হল বৃষ্টির দেবতা বরুণের দিক। তাই পশ্চিম দিকের দেওয়ালে ঘড়ি লাগালে জীবনে স্থিতি আসে। তবে দক্ষিণ দিক হল যমরাজের দিক। তাই এই দিকের দেওয়ালে ভুলেও ঘড়ি লাগানো উচিত নয়। এতে যমকে আহ্বান করা হয়।

•দরজার মাথায় ঘড়ি রাখা একেবারেই ভাল নয়। বিশেষত বাড়ির সদর দরজায় মাথায় তো একদমই রাখা উচিত নয় ঘড়ি। এমনই মত বাস্তুশাস্ত্রকারদের। এতে ক্ষতি হয় বেশি। সেই সঙ্গে সময় দেখতেও কিন্তু অসুবিধে হয়।

•বাস্তুশাস্ত্র অনুসারে, ভাঙা বা বন্ধ ঘড়ি কখনই বাড়িতে রাখা উচিত নয়। ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেলে তা তৎক্ষণাত ঠিক করে নিন। বিকল ঘড়ি সংসারে অশান্তি ডেকে আনে। বিকল ঘড়ি থেকে  নেগেটিভ এনার্জি   তৈরি হয়। যা সকল কাজে বাধা দেয়। যদি, ঘড়ি বন্ধ হয়ে যায়, তাহলে তা দেওয়াল থেকে খুলে রাখুন। তা না হলে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক ক্ষতি, স্বাস্থ্যহানি, উন্নতিতে বাধা সবই হতে পারে এই বন্ধ ঘড়ির জন্য। তাই বাস্তু মেনে ঘড়ি লাগান।

•বাস্তু মতে ঘরে কালো, নীল ও লাল রঙের ঘড়ি বসানো উচিত নয়। হালকা সবুজ, বাদামী ও হলুদ রঙের ঘড়ি পরলে শুভ বলে মনে করা হয়।

•বাস্তুশাস্ত্র বলছে পেন্ডুলাম ঘড়ি যদি বাড়িতে রাখা যায়, তাহলে তা বেশ ভালো ফল দেয়। এতে গৃহস্থে যেমন ইতিবাচক বাতাবরণ তৈরি হয়, তেমনই পরিবেশ পরিস্থিতিও শান্তিপূর্ণ থাকে।

•বেডরুমে ঘড়ি পূর্ব দিকের মুখ করে রাখা ভাল। তাতে সুখ সমৃদ্ধি বাড়ে। যদি পূর্ব দিকে রাখার জায়গা না থাকে, তাহলে উত্তর দিকের দেওয়ালে ঘড়ি থাকা ভালো, দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

• দেওয়াল ঘড়ি যেন সব সময় সঠিক সময় দেখায়। কয়েক মিনিট এগিয়ে সময় দেখালে সমস্যা নেই। কিন্তু স্লো ঘড়ি বাস্তুমতে অত্যন্ত অশুভ।

Journalist Name : Susmita Das