Flash News
    No Flash News Today..!!
Tuesday, December 16, 2025

প্রকাশ্যে বন্দে ভারত এক্সপ্রেসের পাথর ছোড়ার মুহূর্তের ছবি

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad digital Desk:

নিউ জলপাইগুড়ি  স্টেশনে  ঢোকার সময় ফের বন্দে ভারতে পাথরবৃষ্টি  হয়।ট্রেনের বাইরে থাকা সিসি টিভি ক্যামেরায় ধরা পড়ল পাথর ছোড়ার মুহূর্তের  ওই ছবি। সংবাদ সূত্র মাধ্যমে  জানা যাচ্ছে, ইতিমধ্যেই যারা পাথর ছুড়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করেছে রেল। তাদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।

বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরেই পরপর ২ দিন হামলা হয়েছে এই ট্রেনে। গত ৩ জানুয়ারি, নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের C-3 ও C-6 কামরা। 

 গত সোমবারও পাথর ছোড়া হয় বন্দে ভারতে।  যাত্রা শুরুর দ্বিতীয় দিনে মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ভেঙে যায় C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানলা। 

আজ প্রকাশ্যে এসেছে ট্রেনের বাইরে থাকা সিসি টিভি ক্যামেরার ফুটেজ। সেখানেই প্রকাশ্যে এসেছে, বাইরে থেকে ট্রেনে ছোঁড়া হচ্ছে পাথর। 

মূলত যাত্রী নিরাপত্তার কথা ভেবেই কড়া পদক্ষেপ করতে তৎপর রেল। তবে ইট ছোড়ার ঘটনায় যাত্রীরা যাতে কোনওভাবেই উদ্বিগ্ন না হয়ে পড়েন, তার জন্য রেলের তরফে আশ্বস্তও করা হয়েছে।

 সংবাদ সূত্র মাধ্যমে জানা গিয়েছে ,পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী বলেন, “যাত্রীরা কোনওভাবেই উদ্বিগ্ন হবেন না। যাত্রীদের কোনও অসুবিধা হবে না। তবে ট্রেনকে লক্ষ্য করে ইট ছোড়ার ঘটনা এর আগেও ঘটেছে। এটা নতুন কিছু নয়। যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনও বিষয় নয়।”

  সংবাদ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে ,এবিষয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “এর আগে আমরা দেখেছি বাংলার ভালো কাজকে বিজেপি চুরি করে অন্য রাজ্যে প্রচার করে। উত্তরপ্রদেশের নির্বাচনের আগে মা ফ্লাইওভারের ছবি চুরি করেছিল, গুজরাট নির্বাচনের আগেও বাংলার ভাল ভাল কাজগুলিকে চুরি করে দেখানো হয়েছে। বাংলার অনুকরণে নির্বাতনী ইস্তেহার করেছিল। আবার বাংলার বিধানসভা নির্বাচনের আগে কোনও একটা সিনেমার ঘটনা দেখিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। বিজেপি-র যে নেতারা বাংলায় আসেন, তাঁরা বাংলাবিদ্বেষী। তাঁদের কাজই বাংলাকে বদনাম করা। উত্তরপ্রদেশে তিনবার বন্দে ভারতে হামলা হয়েছে। শকুনের রাজনীতি হচ্ছে।”

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদ্রোহ নাশকতা
Related News