Flash News
    No Flash News Today..!!
Wednesday, December 17, 2025

টি ২০ তে কি আদৌ ফিরছেন রোহিত- কোহলি ?

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad digital Desk:

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকার অলরাউন্ড পারফরম্যান্সের কাছে অক্ষর প্যাটেলের চেষ্টা হার মেনেছে। টপ অর্ডারের ব্যর্থতা, বোলারদের অতিরিক্ত রান দেওয়া। BCCI সূত্রে জানা যাচ্ছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে বাদ পড়েছেন দুই সিনিয়র তারকা। বিরাট কোহলি ও রোহিত শর্মা। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকেও বাদ পড়তে চলেছেন এই দুই তারকা। শ্রীলঙ্কা সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের দলেও রাখা হবে না রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। নির্বাচকরা চাইছেন ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপকে পাখির চোখ করে সেইমতোই দল গড়তে। স্বাভাবিকভাবেই তাঁদের পরিকল্পনায় রোহিত শর্মা ও বিরাট কোহলি নেই। যদিও সে কথা প্রকাশ্যে কেউই বলছেন না। রোহিত ও বিরাটকে টি ২০ দল থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে, নাকি বাদ দেওয়া হচ্ছে সেটাও দল ঘোষণার সময় খোলসা করছে না বিসিসিআই।পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে হারের পর স্বভাবতই হতাশ কোচ রাহুল দ্রাবিড়। তবে তরুণদের দুষছেন না তিনি। বরং অর্শদীপদের পাশে দাঁড়িয়েছেন এবং একইসঙ্গে টি-২০ ফরম্যাটে ভারতীয় দলে পরিবর্তনের বড়সড় ইঙ্গিত দিয়েছেন দ্রাবিড়। পরের বছর ফের টি-২০ বিশ্বকাপ। কোচের ইঙ্গিত, সেই দলে থাকবে পরিবর্তন। অর্থাৎ, গতবছরের ভারতের টি-২০ বিশ্বকাপ টিম থেকে আগামী বছরের কুড়ি বিশের দল আমূল বদলে যাবে। অধিকাংশই থাকবে তরুণ মুখ। 

২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর BCCI-এর পক্ষ থেকে ভারতীয় দলে একাধিক পরিবর্তনের কথা বলা হয়েছিল। সেই হিসেবে একাধিক পরিবর্তন শুরু হয়েছে। বিশেষ করে টি-২০ থেকে সিনিয়র প্লেয়ারদের সরিয়ে দিচ্ছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে জুনিয়র প্লেয়ারদের নিয়ে তৈরি করা হচ্ছে টি-২০ দল। সিনিয়র প্লেয়ারদের রাখা হবে ওডিআই ও টেস্টে। টানা ক্রিকেট খেলার ধকল থেকে প্লেয়ারদের মুক্তি দিতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। এতে চোট আঘাতের সম্ভবনাও বাড়বে। ম্যাচের পর দ্রাবিড়ের বক্তব্যে জানা গিয়েছে, সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের কোচ তরুণদের ওপর আস্থা রাখার আবেদন করেন।একইসঙ্গে টি-২০তে ভবিষ্যতের ইঙ্গিতও দিয়ে রাখেন। দ্রাবিড়ের কথায়, “আমরা একটা তরুণ দল এবং এই চাপ নিয়ে খেলছি। ম্যাচ জিতলে তা অবশ্যই আমাদের জন্য ভালো হতে পারত। টি-২০ বিশ্বকাপে খেলা শেষ ম্যাচের মাত্র তিন-চারজন ছেলে এই টিমে খেলছে। বর্তমানে আমরা একটু ভিন্ন পর্যায়ে রয়েছি। টি-২০ ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করছি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১০ উইকেটে হারের ম্যাচে ভারত যে প্রথম একাদশ খেলিয়েছিল সেখান থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলছেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল এবং অর্শদীপ সিং। চোটের কারণে নেই রোহিত শর্মা। বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে বিশ্রাম দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন বা দীনেশ কার্তিক। সকলেরই গড় বয়স তিরিশের উপরে। তাই এখন না হলেও কিছুদিন পরে টি-২০ দলকে নতুনভাবে গড়ার উদ্যোগ নেবে ভারত। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর BCCI-এর পক্ষ থেকে ভারতীয় দলে একাধিক পরিবর্তনের কথা বলা হয়েছিল। সেই হিসেবে একাধিক পরিবর্তন শুরু হয়েছে। বিশেষ করে টি-২০ থেকে সিনিয়র প্লেয়ারদের সরিয়ে দিচ্ছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে জুনিয়র প্লেয়ারদের নিয়ে তৈরি করা হচ্ছে টি-২০ দল। সিনিয়র প্লেয়ারদের রাখা হবে ওডিআই ও টেস্টে। টানা ক্রিকেট খেলার ধকল থেকে প্লেয়ারদের মুক্তি দিতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। এতে চোট আঘাতের সম্ভবনাও বাড়বে। অর্শদীপ সিং, শিবম মাভি বা উমরান মালিকদের মতো তরুণ ক্রিকেটারের পারফরম্যান্স দেখে এখনই ধৈর্য না হারানোর আবেদন জানাচ্ছেন কোচ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News