নেটফ্লিক্সে ঝুলনের ভূমিকায় অনুষ্কা শর্মা

banner

#Pravati Sangbad digital Desk:

বলিউডের প্রথম সারির নায়িকাদের সারি বরাবর আলোকিত করে থাকেন অনুষ্কা শর্মা। হিন্দি বি়র নায়িকা বলে কথা! শরীর-স্বাস্থ্য সম্পর্কে যে তিনি সচেতন হবেন, তা আর বলার কী! তবে বিরাট কোহলির ঘরনি কলকাতায় এলে লোভনীয় বাঙালি খাবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন না। অবলীলায় বাঙালি খাবার চেটেপুটে উপভোগ করেন। আরও এক বার তার আভাস দিলেন খোদ অভিনেত্রী।

এইবার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যেতে চলেছে অনুষ্কা শর্মা। ইডেনে এলেন অনুষ্কা শর্মা, অভিনেত্রীর সঙ্গে এসেছেন মেয়ে ভামিকাও। শুরু হয়েছে কিংবদন্তি মহিলা পেসারের বায়োপিকের শুটিং।ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ চলছে পুরোদমে। তারই শুটিং এ শহরে আপাতত কয়েকদিন ইডেন গার্ডেনে শুটিং করবেন বিরাট পত্নী। 

চাকদা এক্সপ্রেস ছবির কাজ মাঝে অনেকটা সময় বন্ধ ছিল। ইতিমধ্যে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ঝুলন গোস্বামী। আর নানা সময়ে ক্রিকেটের খুটিনাটি রপ্ত করতে স্বয়ং ঝুলনের থেকেও প্রশিক্ষণ নিয়েছেন অনুষ্কা। জার্সি পরে ঝুলনের সঙ্গে ইডেন গার্ডেনের অন্দরে দেখা গিয়েছিল নায়িকাকে। সাদা পোশাকে বিমানবন্দরে দেখা যায় অনুষ্কাকে। মুখে ছিল কালো মাস্ক। বিনা মেকআপেই শহরে পা রাখেন অভিনেত্রী। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে বায়োপিক হতে চলেছে ঝুলনের। যা ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালে। ভারতীয় পেসারের বায়োপিকের নাম ‘চাকদহ এক্সপ্রেস’। ডিরেক্টরের নাম এখনও জানা যায়নি। শুরুতে সুশান্ত দাসের পরিচালনা করার কথা ছিল। কিন্তু তিনি বলেছেন, ‘‘আমি এখন এই প্রজেক্টের সঙ্গে যুক্ত নই।’’

ছোটবেলায় চাকদহ থেকেই ক্রিকেটার হওয়ার যাত্রা শুরু হয়েছিল ঝুলনের। ভিড় ট্রেনে কলকাতায় অনুশীলন করতে আসতে হত। এমনকি ভারতের হয়ে খেলার সময়েও চাকদহ থেকে লোকাল ট্রেনে যাওয়া-আসা করেছেন ঝুলন। এই বায়োপিকে সেই দৃশ্যও দেখানোর কথা রয়েছে।

কীভাবে বলের গ্রিপ ধরেন ঝুলন? কেমন তাঁর রান-আপ, বল করার কায়দা? ডেলিভারি কীভাবে করতে হবে? সবই শিখেছেন অনুষ্কা। ছবির পরিচালক প্রসিত রায়ের মতে এ ছবি পুরোটাই ঝুলনের সংগ্রামের। কীভাবে চাকদার মতো একটি ছোট্ট জায়গা থেকে আসা মেয়ে দেশের মহিলা ক্রিকেট টিমের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠল, সেই কাহিনি সিনেমায় ফুটিয়ে তোলা হবে। 

 করোনার পরে অনুষ্কা অন্তঃস্বত্ত্বা হওয়ায় এই ছবির শুটিং বাধা পায়। অনেকে মনে করেন ঝুলনের ভূমিকায় বিরাটপত্নী অনুষ্কাকে দেখা যাবে না। এ নিয়ে বেশ কিছুটা গুঞ্জন ছড়ায়। বিরাটের সঙ্গে বোর্ডের দ্বন্দ্বের জন্য ক্রিকেটারের বায়োপিক থেকে অনুষ্কা নিজেকে সরিয়ে নিয়েছেন বলে বলিপাড়ায় রটে যায়। তবে তা নিছকই গুঞ্জন ছাড়া যে কিছুই নয়, তা অনুষ্কার পরের পোস্টেই জানা যায়। প্রস্তুতির একাধিক ছবি শেয়ার করেন অনুষ্কা। নেটফ্লিক্স অরিজিনাল হিসেবেই তৈরি হচ্ছে ‘চাকদা এক্সপ্রেস’।

Journalist Name : Aparna Dutta

Related News