Flash news
    No Flash News Today..!!
Thursday, March 28, 2024

রাতবিরোতে হঠাৎ বাসন মাজতে গিয়ে বাসন মাজার সাবান ফুরিয়ে গেলে কি করবেন জেনে নিন

banner

#Pravati Sangbad digital Desk:

বাড়ির, বাইরের, অফিসের হাজার একটা কাজের সঙ্গে আমরা জড়িয়ে  বথাকি। অনেক সময় খুব জরুরি জিনিস ফুরিয়ে আসার কথা জানলেও কিনতে ভুলে যাই। কিন্তু পরে কাজ করার সময় ফের মনে পড়ে, আর তখন স্বাভাবিক ভাবেই কিছু করার থাকে না। এই ধরুন যদি কাজ করতে করতে হঠাৎ দেখেন বাসন মাজার সাবান ফুরিয়ে গিয়েছে তখন কী করবেন? কাজ ফেলে আবার দোকান যাবেন? কী দরকার, বাড়িতেই বানিয়ে নিন।

দেখুন, এমনিও বাজারে যে বাসন মাজার সাবান পাওয়া যায় তাতে ক্ষতিকর রাসায়নিক থাকে যা আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয়।  এই সাবান দিয়ে বাসন মাজলে হাত রুক্ষ হয়ে যায় চামড়া ওঠে।  এই সাবান  ত্বকের পাশাপাশি পরিবেশেরও ক্ষতি করে। কিন্তু তাই বলে তো আর এঁটো বাসন ফেলে রাখা যায় না। তাহলে কী করবেন?

যদি বাড়িতেই বাসন ধোওয়ার সাবান বানিয়ে নেওয়া যায়, তবে কেমন হয়? বাড়িতে থাকা এমন কিছু জিনিস দিয়েই বাসন হয়ে উঠতে পারে নতুনের মতো। যার মধ্যে ক্ষতিকর রাসায়নিকও থাকে না। আবার হাতের ত্বকও ভাল থাকে।

তাহলে জেনে নিন,বাড়িতে থাকা কোন কোন উপাদানের  ব্যবহার করলে বাসন হবে  পরিষ্কার-

১) বেকিং সোডা

সাধারণ গরম জলে বেকিং সোডা মিশিয়ে বাসন ভিজিয়ে রাখুন। তার পর সেখান থেকে তুলে স্ক্রাবার দিয়ে ঘষে ধুয়ে নিলেই পোড়া দাগ থেকে  শুরু করে তেলমশলা দূর হবে।

৪) ভিনিগার

এক কাপ জলে ৫ চামচ ভিনিগার মিশিয়ে বোতলে ভরে রাখুন। কাচের বাসন থেকে কাচের টেবিল, সবেতেই স্প্রে করতে পারেন এই মিশ্রণটি। এর পর গরম জলে ধুয়ে নিলেই  পরিষ্কার  হয়ে যাবে  কাচের বাসন। কিন্তু কাচের টেবিলের ক্ষেত্রে  পরিষ্কার সাদা কাপড় দিয়ে   স্প্রে  করা মিশ্রণটি  মুছে ফেলবেন।

 লেবু

একটি পাত্রে পাতিলেবু চিপে রস রার করে নিন। এর মধ্যে মেশান তিন চামচ বেকিং সোডা। এই  মিশ্রণটি বাসনপত্রের তেল, কালি তুলতে  কার্যকরী । বিশেষ করে কাচের বাসন পরিষ্কার করতে এই মিশ্রণটি বিশেষ ভাবে কাজ করে।

ছাই

আগেকার প্রাচীন সেই ছাই দিয়ে বাসন মাজাই সবচেয়ে স্বাস্থ্যকর। যে হেতু ছাইতে কোনও রকম রাসায়নিক  পদার্থ মিশ্রিত  থাকে না, তাই সেখান থেকে ক্ষতির আশঙ্কাও নেই। এখনকার তরল সুগন্ধি বাসন মাজার সাবান আবিষ্কার হওয়ার আগে এই ছাই ছিল সমস্যার সমাধান।  জল ও ছাই দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন । এরপর  বাসনে   মিশ্রণটি  স্ক্রাবার দিয়ে   ভালো করে ঘষে ধুয়ে ফেলুন।   এতে বাসন  হয়ে উঠবে ঝকঝকে।

চাল ধোয়া জল

ভাত রান্না করতে গেলে আগে থেকে চাল জলে ভিজিয়ে রাখেন অনেকেই। কিন্তু সেই জল ফেলে না দিয়ে বাসন ধোয়ার কাজেও লাগতে পারেন।আগের দিনের তেল চপচপে থালা আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন এই জলে। তারপর তা    স্কাবার  দিয়ে ঘষে  ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এতে বাসন হয়ে উঠবে ঝকঝকে।

Journalist Name : Susmita Das

Tags:

উপায়