মুক্তি পেল 'পাঠান' ছবির ট্রেলার, ভরপুর অ্যাকশনে শাহরুখ খান, পিছিয়ে নেই জনও

banner

#Pravati Sangbad digital Desk:

অবশেষে মুক্তি পেল বহু প্রতিক্ষীত 'পাঠান ছবির ট্রেলার। মঙ্গলবার শাহরুখের এই ছবির ঝলক অনুরাগীদের জন্য শেয়ার করলেন নির্মাতারা। 

এই ছবির হাত ধরে এই নিয়ে চতুর্থবার জুটি বাঁধলেন শাহরুখ-দীপিকা । 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস'-এর মতো এই ছবিও ব্লকবাস্টার হিট হোক বক্স অফিসে এমনটাই চাইবেন নির্মাতারা । 'জিরো' মুক্তির চার বছর পর এই ছবির হাত ধরেই বড় পর্দায় কামব্যাক করছেন বলিউডের 'বাজিগর' । যশরাজ ফিল্মসের তরফে শাহরুখের 57তম জন্মদিনে সামনে আনা হয়েছিল ছবির টিজার। 
এবং গোটা ট্রেলারেই দারুণ ফোকাস পেয়েছেন জন। অর্থাৎ, বোঝাই যাচ্ছে ‘পাঠান’-এ খলনায়ক জন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকাতেই আছেন। গুরুত্বপূর্ণ জায়গায় আছেন ডিম্পল কাপাডিয়াও।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ অভিনয় করেছেন একজন ভারতীয় স্পাইয়ের ভূমিকায় । যিনি বিভিন্ন গোপন মিশনে এর আগে ভারতকে সাহায্য় করেছেন । তবে এই ছবির কাহিনি অনুযায়ী, একটি মিশনে গিয়ে তিনি ধরা পড়েছেন বিদেশিদের হাতে । তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও ঠিকঠাক ভাবে কেউ জানে না । কিন্তু না 'পাঠান' মরেননি, আরও একবার তিনি কামব্যাকের জন্য তৈরি । ঠিক যেমন পর্দায় কামব্যাকের জন্য তৈরি বলিউডের বেতাজ বাদশাহ ।
হিরোদের পাশাপাশি সমান গুরুত্ব দেওয়া হয় ভিলেনদেরও। যেমনটা ‘পাঠান’ ছবির ট্রেলার এ স্পষ্ট করেই পাওয়া গেল জনের মাধ্যমে। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও মৌনি রায়ের চরিত্রটি যথেষ্ট ফোকাস পেয়েছে। ব্যতিক্রম হয়নি ‘পাঠান’-এ জনের বেলাতেও। ট্রাকের উপর জন এবং শাহরুখ খানের মারামারির দৃশ্য রাখা হয়েছে ট্রেলারেও। রয়েছে আকাশে, বরফে, বাইক চেজ়িংয়ের ঝলকও, যা যথেষ্ট আকর্ষণ কাড়ছে।
ছবিতে বেশ কিছু লুকে ধরা পড়লেন দীপিকা পাড়ুকোন। ছবির গান ‘বেশরম রং’ আগেই বিতর্কের মুখে পড়েছিল। গানে ‘গেরুয়া’ রঙের বিকিনি পরিহিতা দীপিকা এবং তাঁর সঙ্গে শাহরুখ খানের মাখোমাখো কেমিস্ট্রি আপত্তি তুলেছিল। সেন্সর বোর্ডও বিষয়গুলি কাটছাট করতে বলেছে মুক্তির আগে। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। যশ রাজ ফিল্মসের ৫০তম বছরের ছবি। চলতি মাসের, অর্থাৎ এই জানুয়ারির ২৫ তারিখেই মুক্তি পেতে চলেছে ‘পাঠান’।
এই ছবি নিয়ে উত্‍সাহ যেমন তুঙ্গে তেমনই ছবি নিয়ে বিতর্কও কম হয়নি । প্রথম গান বেশরম রং মুক্তি পেতে না পেতেই শুরু হয়েছিল বিতর্ক । এই গান অশ্লীলতার সীমা ছাড়িয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে ইত্যাদি নানা ধরনের বিতর্ক এবং তার জেরে বয়কট স্লোগানের মুখোমুখি হতে হয়েছে এই ছবিকে । তবে আবার শাহরুখের অনুরাগীরা অনেকে 'সাপোর্ট পাঠান' স্লোগানও ট্রেন্ড করানোর চেষ্টা করেছেন । সব মিলিয়ে এই ছবি নিয়ে চর্চা যে তুঙ্গে তা বললে কোনও ভুল হয়না । আর অন্যদিকে এই ট্রেলারও দর্শকদের মন কাড়বে তা বলাই বাহুল্য ।

Journalist Name : Sampriti Gole

Related News